কুবিতে ফুটবল খেলায় মারামারির ঘটনায় ৫ শিক্ষার্থীকে শাস্তি
Published: 19th, November 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড.
আরো পড়ুন:
জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর
ব্রাকসুর তফসিল প্রত্যাখান শিক্ষার্থীদের
এসব শিক্ষার্থীদের মধ্যে- মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শাফায়েত রহমান ভূঁইয়াকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ৬ মাসের জন্য ও হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সব ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া মার্কেটিং বিভাগের চার শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সব ক্রীড়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
তারা হলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহবুব হাসান ও হাসান মাহমুদ সাফিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শাহরিয়ার ইসলাম সৌরভ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জয়নাল আবদীন হৃদয়।
অপরদিকে, স্থগিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, তার সমাধান হয়েছে। আগামী সপ্তাহে টুর্নামেন্টের বাকি খেলাগুলো শুরু হবে।”
শৃঙ্খলা বোর্ড কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমাদের শৃঙ্খলা বোর্ডের ১৬ জন সদস্য দীর্ঘদিন সময় নিয়ে যাচাই-বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা উভয় দলের সদস্যদের নিয়ে ভার্চুয়াল ক্লাসরুমে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছি। সেখানে মার্কেটিং বিভাগের পাঁচজন সদস্যকে সরাসরি মারতে দেখেছি এবং তারা সেটা স্বীকারও করেছে। তাই খেলার শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এই টুর্নামেন্টটা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি এবং সব ধরনের শৃঙ্খলাপরিপন্থি কাজ থেকে দূরে থাকার অনুরোধ করছি।”
গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়।
ঢাকা/এমদাদুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষ বর ষ র কম ট র র ঘটন সদস য ফ টবল
এছাড়াও পড়ুন:
জকসু নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল ঘোষণা বাম ছাত্রসংগঠনগুলোর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেল দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলো। এই প্যানেলের হয়ে নির্বাচনে ভিপি পদে লড়বেন গৌরব ভৌমিক, জিএস পদে ইভান তাহসীব এবং এজিএস পদে শামসুল আলম মারুফ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।
প্যানেলে নয়টি সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশ নিয়েছেন। এই সংগঠনগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক সাহিত্য পত্রিকা, জবি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন।
ভিপি পদে প্রার্থী গৌরব ভৌমিক সংগীত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, জিএস পদে ইভান তাহসীব ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবং এজিএস পদে প্রার্থী শামসুল আলম মারুফ ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী।
‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমান ভূঁইয়া জয়, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নু মং প্রূ মারমা এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিকা লেবিন মৌমি।
আন্তর্জাতিক সম্পাদক পদে প্যানেলে মনোনয়ন পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোয়ান অফ আর্ক সুকন্যা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদের লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদ, ক্রীড়া সম্পাদকে নাট্যকলা বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুগ্ধ আনন, পরিবহন সম্পাদে ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদকে সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সায়্যিদা মুবাশ্বিরা।
এ ছাড়া প্যানেলে সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগ ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজওয়ার ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগ্নিকা চক্রবর্তী, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগেট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রৌদ মুক্তাদির, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আদিব, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজস (আইএমএল) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিতিকা (রিদি জাফরাত) এবং দর্শন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পল্লব কুমার।