দেশের স্বনামধন্য ২৩টি করপোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চাকরি মেলা। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপাচার্য সালেহ হাসান নকীব। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে নবমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই চাকরিপ্রত্যাশী স্নাতকদের পদচারণে মুখর এই চত্বর।

আয়োজকেরা জানান, এবারের চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৩টি করপোরেট ও বহুজাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিকাশ, আপন গ্রুপ, আনোয়ার গ্রুপ, প্রাইম ব্যাংক, প্রাণ-আরএফএল, ইস্পাহানি লিমিটেড, ব্র্যাক, আড়ং, মেন্টরস ও ম্যারিকো বাংলাদেশ। এ ছাড়া বিভিন্ন সম্ভাবনাময় স্টার্টআপ কোম্পানিও এই মেলায় অংশ নিয়েছে। এবারের চাকরি মেলায় অন স্পট ভাইভার সুযোগ, সিভি সাবমিশন বুথ, বিশেষজ্ঞদের মাধ্যমে সিভি রিভিউসহ ক্যারিয়ার কাউন্সেলিংয়ের সুযোগ থাকছে। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত প্রায় এক হাজার সিভি জমা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। এবারের আয়োজনে সার্বিক সহযোগিতায় থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার কাউন্সেলিং ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

আরও পড়ুনসৌদি আরব বিদেশি কর্মীদের আকর্ষণে বেতনে বাড়তি সুবিধা কমাচ্ছে ৪ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলা হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে বিএনপির প্রার্থী বদলের দাবি, সংঘর্ষে আহত ৩

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে মধুপুর শহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর অনুসারীরা।

আরো পড়ুন:

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

জবি ছাত্রদলের ২ গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২

সন্ধ্যায় বাসস্ট্যান্ডে গেলে মনোনয়ন পাওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় লাইফ কেয়ার হাসপাতাল ও এশিয়া হসপিটাল ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।

সংঘর্ষের সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর জানান, পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে। 
 

ঢাকা/কাওছার/বকুল 

সম্পর্কিত নিবন্ধ