আলহাজ বদিউজ্জামান বদু আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। 

উক্ত নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি ও জেলা যুবদলের সাবেক নেতা বদিউজ্জামান বদু।

বুধবার ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচন কমিশনার চেয়াম্যান আনিসুল ইসলাম সানির কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। আগামী ২৩ নভেম্বর মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে তিনদিনে মোট ২৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদ নির্বাচনের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকসুর নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান। 

আরো পড়ুন:

জকসু: ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে বামপন্থিদের প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেলকে ‘ভাড়াটিয়া’ আখ্যা দিয়ে একাংশের বিক্ষোভ

তিনি বলেন, “আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল। গত তিনদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে।”

ছাত্রী হল সংসদের জন্য মনোনয়ন সংগ্রহের তথ্য নিশ্চিত করেন হলের প্রাধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসার অধ্যাপক ড. আঞ্জুমান আরা। তিনি জানান, মোট ৪৫ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন।

হল সূত্র জানায়, ছাত্রী হলের ১৩টি পদের জন্য তিনটি ধারা থেকে প্রার্থীরা মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল ১৩টি পদেই প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্যানেলও ১৩টি পদে ১৩ জনকে মনোনয়ন তুলেছে। বামধারার ‘চিন্তক’ প্ল্যাটফর্ম আটজনের আংশিক প্যানেল দিয়েছে।

সবমিলিয়ে ছাত্রী হলের ১৩টি পদের বিপরীতে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। হলে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৩৭ জন।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন বদু
  • নারায়ণগঞ্জ ক্লাব লিঃ নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন
  • রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • জকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হল সংসদে ২৪৯ মনোনয়ন জমা, চলছে বাছাই
  • রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ ডিসেম্বর
  • জকসু: ছাত্রদলের বিদ্রোহীদের মনোনয়নপত্র প্রত্যাহার
  • নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র নিয়েছেন কবি নিরব রায়হান
  • জকসু নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন ২৬৭ জন, শেষ দিনে ২৩৬
  • জকসু: শিক্ষার্থী সংসদে ২৬৭ ও হল সংসদে ৪৫ মনোনয়ন সংগ্রহ