নাটোরে ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার
Published: 8th, February 2025 GMT
নাটোর বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে একটি ‘বিলুপ্তপ্রায়’ নীলগাই উদ্ধার হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারের পর নীলগাইটিকে নিজেদের হেফাজতে নিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। তাদের ধারণা, দলছুট হয়ে প্রাণীটি লোকালয়ে চলে এসেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে দয়ারামপুর এলাকায় নীলগাইটি দেখে পিছু নেয় নানা বয়সী মানুষ। দেখতে গরুর মতো ওই প্রাণীটিকে ধরার চেষ্টা করেন একদল যুবক। তাদের চেষ্টা ব্যর্থ করে এদিক-ওদিক ছুটতে থাকে প্রাণীটি। একপর্যায়ে শেখপাড়া এলাকার একটি স্থানে চারদিক ঘিরে নীলগাইটি আটক করতে সক্ষম হন তারা। খবর পেয়ে পুলিশ ও প্রাণিসম্পদ বিভাগ নীলগাইটি উদ্ধার করে।
আরো পড়ুন:
ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার
নদীতে নিখোঁজ ৩ স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) দুলাল জানান, খবর পেয়ে তারা নীলগাইটিকে তাদের হেফাজতে নেন। পরে তারা প্রাণীটিকে প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করেন।
উপজলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “এই অঞ্চলে এবারই প্রথম নীলগাই উদ্ধার হলো।” প্রাণীটিকে যথাযথ কর্তৃপক্ষকে হস্তান্তর করায় এলাকাবাসী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
বাগাতিপাড়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, “নীলগাইটিকে যথাযথ কর্তৃপক্ষর কাছে পাঠাতে যোগাযোগ করা হচ্ছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে হারিয়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ
ভারতকে হারানোর এক দিন পরই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। বুধবার রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে।
গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। যদিও পরে কমতে কমতে সে বছরই র্যাঙ্কিং ১৮৮–তে নেমে যায়।
হাভিয়ের কাবরেরার দল তিন ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১। বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ। অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে।
হালনাগাদ র্যাঙ্কিংয়ের ওপরের দিকে ১ থেকে ৪ নম্বরে কোনো পরিবর্তন নেই—যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে নভেম্বরে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
আরও পড়ুনভারতকে তো হারানো গেল, কোন পথে হামজার বাংলাদেশ ১০ ঘণ্টা আগে