আশুলিয়ায় পোশাক শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার
Published: 11th, February 2025 GMT
ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় আফাজ উদ্দিনের বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—বরগুনার পাথরঘাটা থানার বড়ইতলা গ্রামের মোস্তফার ছেলে মো. শাওন ও একই থানার জমাদ্দার বাড়ি গ্রামের শাহ আলম মাতব্বরের মেয়ে হাফিজা। তারা দুজনই পোশাক শ্রমিক ছিলেন।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পাঁচ তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রায় পাঁচ মাস আগে তারা এ বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানিয়েছে, হাফিজা রাতে বাসায় ফিরে শাওনের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে ওঠেন। সে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই স্বামীর মরদেহ বিছানায় নামিয়ে সে রশি দিয়েই আত্মহত্যা করেন হাফিজা।
আশুলিয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন জানান, তারা কী কারণে আত্মহত্যা করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঢাকা/সাব্বির/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার
সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে