।। বাংলাদেশি কবির বিরল সম্মাননা ।।
Published: 30th, April 2025 GMT
আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র, কলকাতা, ভারত থেকে প্রকাশিত " দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থে বাংলাদেশি কবি অধ্যাপক আর. কে. শাব্বীর আহমদ'র অভিনব ও মৌলিক সৃষ্টি ' বহমান সময় ' কবিতার জন্য তাঁকে বিশ্বসাহিত্যের ইতিহাসে একজন সম্মানিত কবি হিসেবে ২০২৫ স্মারক সম্মানে ভূষিত করা হয়।
স্মারক সম্মানে ভূষিত কবি অধ্যাপক আর.
কবি পরিচিতি:
আর, কে, শাব্বীর আহমদ। জন্ম ১৯৫৭ সালে কুমিল্লা জেলার লাকসামে। পেশায় অধ্যাপক। অধ্যাপনা করেছেন, বাঙলা ভাষা ও সাহিত্য বিভাগে ইকবাল মেমোরিয়াল কলেজ, ফেনী, ঢাকা। এম, এম, লাকসাম আলিয়া মাদরাসা, কুমিল্লা। এম.এম, সরকারি মাদরাসা আলিয়া, ঢাকা। বি.এ. অনার্স, এম.এ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আশির দশক থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িক পত্র পত্রিকায়। প্রকাশিত কাব্যগ্রন্থ ১. ছিন্নপ্রেম ২. চেতনার দুয়ার গবেষণা গ্রন্থ ১. মহিলা বিষয়ক হাদিসে রাসুল স. ১ম খণ্ড ২. মহিলা বিষয়ক হাদিসে রাসুল স. ২য় খণ্ড ৩. আলকুরআনে নারী বিধান ৪. পর্দার বিধন ঘরে ও বাইরে সম্পাদনা গ্রন্থ অনেক আছে।
এছাড়াও তিনি একজন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীও। তাঁর মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, আল্লাহ ও রাসুলপ্রেম বিষয়ক এবং দেশাত্মবোধক গানের সংখ্যা শতাধিক। সাংগঠনিক ও সাহিত্য-সাংস্কৃতিক অবদানের জন্য উত্তর মানিকদিয়া প্লট মালিক সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক লাভ।
ঢাকা সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা পদক ও কবি সম্মাননা সনদ অর্জন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ রন থ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে আসতে চায় চীনা বহুজাতিক কোম্পানি টেনসেন্ট, কী ব্যবসা করে তারা
চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব লেখেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ (সোমবার) তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।
চীনা প্রযুক্তি জায়ান্ট টেনসেন্ট বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে বলে একই পোস্টে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, ‘আজ আমরা চায়নিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিশিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদের দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি।’
অসাইরিস গ্রুপও বাংলাদেশে আসছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে হাইপার স্কেলার ক্লাউড ও ডেটা সেন্টার হবে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সে-আপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পেলোড। এমন অভাবনীয় সব উপহার বাংলাদেশকে দিতে চলছেন অধ্যাপক ইউনূস।
টেনসেন্টের ওয়েবসাইটের তথ্য বলছে, প্রযুক্তি খাতের কোম্পানিটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত। কোম্পানিটির প্রধান কার্যালয় চীনের শেনজেনে অবস্থিত।
আরও পড়ুনবাংলাদেশের গেমশিল্পের উন্নয়নে কাজ করতে আগ্রহী চীনের টেনসেন্ট২৬ ফেব্রুয়ারি ২০২৫প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব