।। বাংলাদেশি কবির বিরল সম্মাননা ।।
Published: 30th, April 2025 GMT
আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র, কলকাতা, ভারত থেকে প্রকাশিত " দু হাজার বছরের সর্ববৃহৎ কাব্যগ্রন্থে বাংলাদেশি কবি অধ্যাপক আর. কে. শাব্বীর আহমদ'র অভিনব ও মৌলিক সৃষ্টি ' বহমান সময় ' কবিতার জন্য তাঁকে বিশ্বসাহিত্যের ইতিহাসে একজন সম্মানিত কবি হিসেবে ২০২৫ স্মারক সম্মানে ভূষিত করা হয়।
স্মারক সম্মানে ভূষিত কবি অধ্যাপক আর.
কবি পরিচিতি:
আর, কে, শাব্বীর আহমদ। জন্ম ১৯৫৭ সালে কুমিল্লা জেলার লাকসামে। পেশায় অধ্যাপক। অধ্যাপনা করেছেন, বাঙলা ভাষা ও সাহিত্য বিভাগে ইকবাল মেমোরিয়াল কলেজ, ফেনী, ঢাকা। এম, এম, লাকসাম আলিয়া মাদরাসা, কুমিল্লা। এম.এম, সরকারি মাদরাসা আলিয়া, ঢাকা। বি.এ. অনার্স, এম.এ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আশির দশক থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িক পত্র পত্রিকায়। প্রকাশিত কাব্যগ্রন্থ ১. ছিন্নপ্রেম ২. চেতনার দুয়ার গবেষণা গ্রন্থ ১. মহিলা বিষয়ক হাদিসে রাসুল স. ১ম খণ্ড ২. মহিলা বিষয়ক হাদিসে রাসুল স. ২য় খণ্ড ৩. আলকুরআনে নারী বিধান ৪. পর্দার বিধন ঘরে ও বাইরে সম্পাদনা গ্রন্থ অনেক আছে।
এছাড়াও তিনি একজন বিশিষ্ট গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীও। তাঁর মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, আল্লাহ ও রাসুলপ্রেম বিষয়ক এবং দেশাত্মবোধক গানের সংখ্যা শতাধিক। সাংগঠনিক ও সাহিত্য-সাংস্কৃতিক অবদানের জন্য উত্তর মানিকদিয়া প্লট মালিক সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক লাভ।
ঢাকা সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সম্মাননা পদক ও কবি সম্মাননা সনদ অর্জন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ রন থ
এছাড়াও পড়ুন:
আলোচনা অব্যাহত থাকা অবস্থায় কর্মসূচি দেওয়া স্ববিরোধিতা মনে করছে বিএনপি
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত থাকা অবস্থায় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মসূচি ঘোষণাকে স্ববিরোধিতা বলে মনে করছে বিএনপি।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দল। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি।
এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। এ অবস্থায় রাস্তায় কর্মসূচি দেওয়া অনেকটা স্ববিরোধিতা। তবে অবশ্যই যেকোনো দলের কর্মসূচি দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। তারা কর্মসূচি দিতে পারে।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা এখনো ঠিক হয়নি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদজামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের দাবির মধ্যে জাতীয় সংসদের নিম্নকক্ষেও আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হয়েছে। এ বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, জাতীয় সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির বিষয়টি কখনো ঐকমত্য কমিশনে আলোচনার বিষয়বস্তু ছিল না। এখন কোনো দল তাদের রাজনৈতিক কৌশল হিসেবে এটি নিয়ে রাজনৈতিক কর্মসূচি দিতে চাইলে দিতে পারে। কিন্তু জনগণের নামে এক দলের আদর্শ বা দাবি অন্যদের ওপর আরোপ করা কতটা সঠিক, সেটা দেখতে হবে।
জাতীয় পার্টি ও ১৪ দলের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুরু থেকেই আমরা বলেছি, শুধু প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। আগে আইন ছিল না, এখন আইন হয়েছে। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। এখন ঢালাওভাবে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে চাইলে তা কতটা গ্রহণযোগ্য হবে, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, সেটা জনগণ বিবেচনা করবে।’
শুরু থেকেই আমরা বলেছি, শুধু প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না। আগে আইন ছিল না, এখন আইন হয়েছে। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতাসালাহউদ্দিন আহমদ প্রথম আলোকে আরও বলেন, এই আন্দোলন কাদের বিরুদ্ধে, সেটা দেখতে হবে। এটা কি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, নাকি জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধে? এটা নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো কৌশল কি না, সেটাও দেখতে হবে। যারা কর্মসূচি ঘোষণা করেছে, তাদের কর্মসূচি ঘোষণা করার অধিকার আছে। তারা যদি রাজনৈতিক কৌশল নিয়ে কর্মসূচি দেয়, তাদের মাঠের রাজনৈতিক বক্তব্যের জবাব বিএনপি মাঠের বক্তৃতার মাধ্যমেই দেবে।