রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিএসসিতে এমফিল–পিএইচডি, জিপিএ-৩.৭৫ থাকলে দ্রুত আবেদন করুন
Published: 9th, March 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস (আইসিএসসি), পূর্ণকালীন দুই বছর মেয়াদে এমফিল ও তিন বছর মেয়াদে পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এর আগে ২৭ ফেব্রুয়ারি ছিল আবেদনের শেষ সময়।
জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্তরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। গবেষকেরা এমফিলের জন্য ১৫ হাজার টাকা এবং পিএইচডির জন্য ২০ হাজার টাকা মাসিক ফেলোশিপ পাবেন। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
চাকরিরত প্রার্থীকে এমফিল কোর্সে গবেষণার জন্য এক বছর এবং পিএইচডির জন্য দুই বছরের ছুটি পাবেন মর্মে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিপত্র অবশ্যই আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এমফিলে ভর্তির যোগ্যতা: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে।
১.
প্রার্থীর অবশ্যই এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে যেকোনো একটিতে ন্যূনতম প্রথম বিভাগ অন্যটিতে নাম দ্বিতীয় বিভাগ অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতর্থ বিষয়সহ জিপিএ–৩.৭৫ থাকতে হবে;আরও পড়ুন৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এইচএসসি পাস ১৮-৩৫ বয়সীর সুযোগ, ভাতা দৈনিক ২০০০৬ মার্চ ২০২৫
২.
বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগগুলোয় শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএসসি (অনার্স) বিএসসি এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমান পরীক্ষার সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ–৪ স্কেলের মধ্যে উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে
অথবা
এমবিবিএস/বিডিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। ডিভিএম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে সিডিপিএ কেসের মধ্যে ন্যূনতম সিজিপিএ–৩.৫০ থাকতে হবে।
৩. যেসব প্রার্থী ওপরের বর্ণিত উপধারা ১ ও ২-এর জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো একটি শর্ত পূরণ করেন না, তারা এমফিলে আবেদন করতে পারবেন, যদি তাদের ডিগ্রি পর্যায়ে—
(ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে/বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা
অথবা
আরও পড়ুনগুচ্ছে এবার ১৯ বিশ্ববিদ্যালয়, আবেদন শুরু, আছে দ্বিতীয়বারের সুযোগ, জেনে নিন বিস্তারিত০৫ মার্চ ২০২৫(খ) স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজের স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিকে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
(গ) কোনো স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে তিন বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে বিষয়ভিত্তিক ন্যূনতম দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকে।
পিএইচডি কোর্সে ভর্তির যোগ্যতা—
জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান/শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়।
১. প্রার্থীর এমফিল উপধারা (১) ও (২)-এর ভর্তির যোগ্যতাসহ অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকবে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রিপ্রাপ্ত পিএইচডিতে ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা নিতে পারবেন।
২. এমফিল বিভিন্ন উপধারা (১) ও (২)-এর শিক্ষাগত যোগ্যতাসহ (ক) পাবলিক বিশ্ববিদ্যালয়ে) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত)/সরকারি কলেজে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
(খ) স্নাতক/স্নাতক (সম্মান) পর্যায়ের বেসরকারি ডিগ্রি কলেজে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
(গ) কোন স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানে সাত বছরের গবেষণাকাজের অভিজ্ঞতা এবং সেই সঙ্গে কোনো স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়ে থাকলে প্রার্থী পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদন জমা দিতে পারবেন। তবে শিক্ষাজীবনে কোনো পর্যায়ে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ–৩.২৫-এর কম থাকলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।
অনলাইনে আবেদন ফরম পূরণ এবং আবেদনের বিস্তারিত জানতে পোর্টালের ভর্তি অপশন হতে M.Phil অথবা Ph.D নির্বাচন করুন। সব তথ্য পূরণের পর আবেনদকারীকে এই পোর্টালের পছন্দনীয় অপশনের মাধ্যমে দুই হাজার পঞ্চাশ টাকা প্রদান করতে হবে। অন্যথায় আবেদনপত্র দাখিল সম্পন্ন হবে না।
আরও পড়ুনতুরস্কে বিলকেন্ট ইউনিভার্সিটির বৃত্তি, আইইএলটিএসে ৬.৫ হলে আবেদন ০৮ মার্চ ২০২৫অনলাইনে আবেদন জমার পর আবেদনকারীকে পূরণকৃত ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট কপিতে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষার সনদ, মার্কস সার্টিফিকেট ও অভিজ্ঞতার সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে অবশ্যই আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে পোস্টাল মেইল বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মো. আবু বকর সিদ্দিক, সচিব (ভারপ্রাপ্ত), রুম # ৪৪১, (৩য় তলা), ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস, স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদনের পাঠানোর শেষ দিন: ১০ মার্চ, ২০২৫
বিস্তারিত দেখুন এখানে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব সরক র ন য নতম ত ন বছর প এইচড প রব ন পর য য য গ যত র জন য ন করত সমম ন
এছাড়াও পড়ুন:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চাকরি, পদ ১৭
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি রাজস্ব খাতের স্থায়ী কয়েকটি পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। মোট পদ ১৭টি।
পদের বিবরণ ও সংখ্যা:
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০৩ টি পদ
মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৮ টি পদ
অফিস সহায়ক (গ্রেড-২০): ০৬ টি পদ
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে। MS Word, Excel, PowerPoint সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।
অফিস সহায়ক: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা:
১ আগস্ট ২০২৫ তারিখে আবেদনকারী প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বৎসর হতে হবে। তবে, ক্রমিক ১ ও ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা-
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর সময়: ২০ আগস্ট সকাল ১০ টা থেকে।
অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫ টা।
সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদন ফি:
ক্রমিক ১ ও ২ নং পদের জন্য: ১০০/- টাকা (সার্ভিস চার্জ সহ ১১২/- টাকা)।
ক্রমিক ৩ নং পদের জন্য: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।
সকল পদের অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ কর্তৃক: ৫০/- টাকা (সার্ভিস চার্জ সহ ৫৬/- টাকা)।