সিমিওনেরা গোল করলে হারে না আর্জেন্টিনা
Published: 26th, March 2025 GMT
দিয়েগো সিমিওনে এমনিতেই আবেগপ্রবণ। তাঁর কোচিংয়ে আতলেতিকো মাদ্রিদ যেমনই খেলুক, মাঠেই প্রতিক্রিয়া দেখান। মাঝেমধ্যে সংবাদ সম্মেলনে সেটার মাত্রা আরও বেড়ে যায়। অতি আবেগে কেঁদেও ফেলেন।
সিমিওনে ওই গোলটা দেখার পর আজও হয়তো কেঁদেছেন। সেই কান্না নিশ্চয় আনন্দের, গর্বের। কোন গোলের কথা বলা হচ্ছে, বুঝতেই পারছেন!
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ব্রাজিলকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ গোলে। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ম্যাচের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় গোল কোনটি—সবাই জুলিয়ানো সিমিওনের নামই বলবেন।
হ্যাঁ, দিয়েগো সিমিওনের ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে আজ আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোল পেয়েছেন।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচের নায়ক থিয়াগো আলমাদার বদলি নামেন জুলিয়ানো। ৬৮ মিনিটে নেমে ৭১ মিনিটেই সেই গোল। নিকোলাস তালিয়াফিকোর পাস থেকে বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়েছিলেন জুলিয়ানো। কিন্তু দুরূহ কোণ থেকে বল জালে জড়ানো মোটেও সহজ ছিল না। জুলিয়ানো কঠিন কাজটিই করেছেন নিখুঁতভাবে।
আরও পড়ুনকেমন খেলল আর্জেন্টিনা, কেমন ‘ছেলেখেলা’র শিকার হলো ব্রাজিল১১ ঘণ্টা আগে২২ বছর বয়সী জুলিয়ানোর গোলে এই শতাব্দীতে নতুন এক কীর্তিও গড়ে সিমিওনে পরিবার। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এক পরিবারের কমপক্ষে তিন সদস্য আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল করলেন। প্রথমবার এমনটা ঘটেছিল বিংশ শতাব্দীর প্রথম দশকে। বিখ্যাত ব্রাউন পরিবারের চার ভাই আলফ্রেদো, এর্নেস্তো, এলিসিও ও হোর্হে ওই সময়ের মধ্যে আলবিসেলেস্তে জার্সিতে গোল করেছিলেন।
তবে একটা জায়গায় সিমিওনে পরিবার অনন্য কীর্তি গড়ে ফেলেছে। আরও স্পষ্ট করে বললে, বংশপরম্পরায় রেকর্ডটা অটুট রেখেছে। আর্জেন্টিনার জার্সিতে সিমিওনেরা গোল করেছেন, এমন কোনো ম্যাচে হারেনি আর্জেন্টিনা!
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল করেন জিওভানি সিমিওনে (ডানে).উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট ন পর ব র গ ল কর
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ব্যাবসায়ী ও সাধারণ বাসিন্দারা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী জবরদখলকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন।
এসব সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীরা পুলিশের কাছে বারবার অভিযোগসহ ধরনা দিয়েও ব্যবসায়ীরা কোন প্রতিকার পাচ্ছে না। ফলে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে সোনারগাঁ পরিবেশক সমিতি, ব্যবসায়ীবৃন্দ ও সোনারগাঁয়ের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে সোনারগাঁয়ের চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ পরিবেশক সমিতির উদ্যোগে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম রাজা বলেন, আমি দীর্ঘ ২০ বছর যাবত পরিবেশক সমিতির সভাপতি কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের ঘরে বসে আমাদের গোডাউনের তালা ভেঙ্গে ডাকাতি হয়, আমাদের কর্মীদের মারধর করে।
আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আর যদি কোন ছিনতাই হয়, আমাদের কর্মীদের উপর হামলা হয়। আমরা সকলে মিলে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবো। আর কাউকে ক্ষমা করব না।
সোনারগাঁ থানা অফিসার্স ইনচার্জ মফিজুর রহমানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে বলেন, তিনি শুধু আমাদের আশ্বাস দিচ্ছেন কিন্তু কার্যত কোন পদক্ষেপ নিচ্ছেন না। গড়িমসি করে সময় পার করছেন।
পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ছিনতাইকারীদের হামলার ভয়ে আমরা ব্যবসা করতে পারছি না। তারা আমাদের কর্মীদের উপর চাপাতি, ছুরি, পিস্তল ইত্যাদি অস্ত্র দিয়ে হামলা করে। সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।
আমাদের আর কোন উপায় নাই, তাই আমরা এই মানববন্ধন করছি। সরকারের কাছে আবেদন জানাই আমাদের এই অবস্থা থেকে মুক্তি দেন। এরপর মানববন্ধনটি বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানায় স্মারকলিপি জমা দেয়ার মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ পরিবেশক সমিতির কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আজিজুল হক প্রমুখসহ সোনারগাঁয়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।