প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চবি অধ্যাপক
Published: 22nd, April 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এসএম নছরুল কদির।
মঙ্গলবার (২২ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী চবির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড.
আরো পড়ুন:
মহাসড়ক অবরোধ করে অপহৃত চবি শিক্ষার্থীদের মুক্তি দাবি
অনশনে অসুস্থ চবির ২ শিক্ষার্থী
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চসিক।
গত ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত ৬ ডিসেম্বর উপাচার্য অনুপম সেনের পদত্যাগের পর থেকেই গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এসএম জাহিদ হোসেনের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাতে ফরিদপুর শহরের আলিপুর এলাকায় তার নিজ বাসভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এসএম জাহিদ এনসিপির ফরিদপুর জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সমন্বয়ক। তার ছেলে এসএম জুনায়েদ জিতু জেলা শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক।
জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা। পরে ফজরের আজান শুরু হলে এসএম জাহিদ জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো মালামাল খোয়া যায়নি। ঘটনাটি ব্যক্তিগত আক্রোশ থেকে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশঙ্কা করেছেন তিনি।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে।