উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলার মামলায় আসামিদের আট দিনেও গ্রেপ্তার করতে না পারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
এ সময় বক্তারা আসামিদের গ্রেপ্তার করতে না পারা পুলিশের ব্যর্থতা বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে সব আসামির গ্রেপ্তার দাবি করেন। এর আগে শহরে বিক্ষোভ মিছিল করেন তারা। আজাদ হোসেনকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ১৮ এপ্রিল থানা ফটকের সামনে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। আসামি গ্রেপ্তার না হওয়ায় শুক্রবার শহীদ মিনারের পাদদেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন, যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব লিকসন কুমার আমিন প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ