আর্সেনাল পাঁচে পাঁচ, পেছনেই পিএসজি
Published: 27th, November 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার দিবাগত রাতে জয় পেয়েছে আর্সেনাল ও পিএসজি। আর্সেনাল হাইভোল্টেজ ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। আর প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) ৫-৩ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। তাদের কাছে হেরে বায়ার্ন নেমে গেছে তৃতীয় স্থানে। আর দারুণ জয়ে পিএসজি অবস্থান নিয়েছে আর্সেনালের পেছনে। ৫ ম্যাচ থেকে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে গার্নার্সরা। আর ১২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে দ্য প্যারিসিয়ান্সরা।
আরো পড়ুন:
রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রিক
আবারও ইনজুরিতে নেইমার, ফিরতে পারবেন ২০২৬ সালে
বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে দলকে অসাধারণ জয় এনে দেওয়ার পর ফুটবলারদের প্রশংসায় ভাসালেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। এই জয়ে শেষ হলো জার্মান চ্যাম্পিয়নদের টানা ১৮ ম্যাচের অপরাজিত যাত্রা।
বুধবার রাতের হাইভোল্টেজ ম্যাচে বিরতির পর নোনি মাদুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দুই দুর্দান্ত গোল আর্সেনালকে এনে দেয় দারুণ জয়। হাঁটুর চোটে দুই মাস বাইরে থাকার পর দলে ফিরেই প্রথম গোলের দেখা পান মাদুয়েকে। এরপর বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়্যারের বড়সড় ভুলের সুযোগ নিয়ে মার্টিনেল্লি ব্যবধান বাড়ান। টানা পাঁচ ম্যাচ জিতে ৩৬ দলের গ্রুপ টেবিলের এক নম্বরে বসে এখন আর্সেনাল।
বায়ার্নও ম্যাচটির আগে চার ম্যাচে চার জয়ের ফুল মার্কে ছিল। তবে এই হার শুধু তাদের শতভাগ সাফল্যের রেকর্ডই ভাঙল না, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটিই তাদের প্রথম পরাজয়।
এর আগে ম্যাচের ১-০ ব্যবধানে লিড এনে দেন জুরিয়ান টিম্বার। টটেনহ্যামের সাবেক তারকা হ্যারি কেইন যদিও এমিরেটসে ছয় গোলের দুর্দান্ত রেকর্ড নিয়ে হাজির হয়েছিলেন, আর্সেনাল রক্ষণ ভাঙতে পারেননি তিনি। উল্টো বায়ার্নের ১৭ বছর বয়সী প্রতিভা লেনার্ট কার্ল দারুণ ভলিতে আর্সেনালের বিপক্ষে তাদের প্রথম হজম করা গোলটি উপহার দেন।
এই সপ্তাহে তিনটি বড় ম্যাচের মধ্যে এটি ছিল লীগ-শীর্ষে থাকা আর্সেনালের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ লড়াই। কারণ এর আগে ডার্বিতে টটেনহ্যামকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা, সামনে আবার দ্বিতীয় স্থানে থাকা চেলসির মাঠে কঠিন পরীক্ষা।
তবুও আর্তেতা তার তারকাদের বিশ্রাম দেওয়ার প্রলোভনে পড়েননি। হ্যাটট্রিক করা ইবেরেচি এজের মতো খেলোয়াড়রাও নামেন মাঠে। শুধু রক্ষণভাগে কিছু পরিবর্তন এনে মোসকেরা ও লুইস-স্কেলিকে দলে রাখা হয়।
ম্যাচের আগে কেইন বলেছিলেন, এখন প্রিমিয়ার লিগের খেলা নাকি তার কাছে আগের মতো উপভোগ্য লাগে না অতিরিক্ত সেট-পিস নির্ভরতার কারণে। তাই আর্সেনালের প্রথম গোলটি তার চোখে যে খুব সুখকর লাগেনি, তা বলাই যায়।
সাকার কর্নার থেকে টিম্বারের হেডে এগিয়ে যায় আর্সেনাল। তবে খুব দ্রুতই ম্যাচে ফিরে আসে বায়ার্ন। যোশুয়া কিমিখের লম্বা বল থেকে সার্জ গ্নাব্রি প্রথম ছোঁয়ায় উপহার দেন অসাধারণ অ্যাসিস্ট। আর কার্ল নিখুঁত ভলিতে বল জড়িয়ে দেন জালে। এরপরই একবার প্রায় গোলের পথ তৈরি করেছিলেন কেইন, কিন্তু দু’দফায় বাঁচান সালিবা।
দ্বিতীয়ার্ধে সাকা, মাদুয়েকে ও মিকেল মারিনো গোল খুঁজছিলেন। অবশেষে ৬৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। উপামেকানোর ভুলে বল পেয়ে মারিনোর নিচু ক্রস থেকে ছয় গজ দূর থেকে মাদুয়েকে গোলটি করেন। শেষ দিকে আসে নয়্যারের ভয়াবহ মুহূর্ত। এজের লম্বা বল কাটাতে এগিয়ে এসে পুরোপুরি ভুল করেন তিনি। আর মার্টিনেল্লি সহজেই বল নিয়ে ফাঁকা জালে পাঠিয়ে দেন।
এদিকে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে শুরুতে ভালোই টক্কর দেয় টটেনহ্যাম। ৩৫ মিনিটে রিচার্লিসনের গোলে লিড নেয় তারা। ৪৫ মিনিটে ভিতিনহা গোল করে সমতা ফেরান। বিরতির পর ৫০ মিনিটে রন্ডাল কোলো মুয়ানি গোল করে আবার এগিয়ে নেন টটেনহ্যামকে। তবে ৫৩ মিনিটে ভিতিনহা তার জোড়া গোল পূর্ণ করে আবার সমতা ফেরান।
৫৯ মিনিটে ফাবিয়ান রুইজ গোল করে এগিয়ে নেন দলকে। ৬৫ মিনিটে উইলিয়ান পাচোর গোলে ব্যবধান বেড়ে হয় ৪-২। ৭২ মিনিটে মুয়ানি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান কমে হয় ৪-৩। কিন্তু ৭৬ মিনিটে পেনাল্টি থেকে ভিতিনহা গোল পেলে তার হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পাশাপাশি পিএসজি এগিয়ে যায় ৫-৩ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল প এসজ চ য ম প য়নস ল গ আর স ন ল আর স ন ল র ব যবধ ন প রথম প এসজ
এছাড়াও পড়ুন:
৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই
নয় ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন ও একটি ব্রোকারেজ হাউজকে রিসার্টিফিকেশন প্রদান করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালুকরণের লক্ষ্যে ডিএসই প্রতিষ্ঠানুগলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ডিএসই’র বোর্ডরুমে প্রতিষ্ঠানগুলোকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালনা কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান৷
আরো পড়ুন:
ডিএসইর চিঠির জবাব দেয়নি খুলনা প্রিন্টিং
ইস্টার্ন কেবলসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৫৬.২৫ শতাংশ
এ সময় উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, আইসিটি ডিভিশনের জেনারেল ম্যানেজার মো. তারিকুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ব্রোকারেজ হাউজগুলো পক্ষে সার্টিফিকেশন গ্রহণ করেন বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের এমডি এবং সিইও খন্দকার মাহমুদুল হাসান; ফিনট্রা সিকিউরিটিজ লিমিটেডের এমডি অজিত কুমার বণিক; আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের এমডি এ. এইচ. এম. নাজমুল হাসান; আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ নাজমুল হাসান চৌধুরী; লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির সিইও খন্দকার সাফাত রেজা; এমটিবি সিকিউরিটিজ লিমিটেডের েসিইও মোঃ নজরুল ইসলাম মজুমদার; এসএআর সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক শরীফ তাশরুবা রহমান; সাউথ এশিয়া সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ আলা উদ্দিন পাটোয়ারী এবং ওয়াইফাং সিকিউরিটিজ লিমিটেডের সিইও মোঃ মাসুদুজ্জামান। এর মধ্যে লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির রিসার্টিফিকেশন দেওয়া হয়েছে।
ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠানে ডিএসই'র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, ‘‘পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ডিএসই কাজ করছে। নিয়ন্ত্রক মান বজায় রেখে ডিএসইকে গ্রাহক–কেন্দ্রিক সেবাধর্মী সংস্থায় রূপ দেওয়াই যার লক্ষ্য। স্টেকহোল্ডারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ইতিমধ্যে বিজিএমইএ, সিরামিক ও এগ্রো–কেমিক্যালসহ বিভিন্ন শিল্প খাতের সঙ্গে বৈঠক করেছে। ডিএসই আশা করছে, ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ওয়েবসাইটের আধুনিক ল্যান্ডিং পেজ, ট্রেকহোল্ডারদের অনলাইন ডকুমেন্ট সাবমিশন ব্যবস্থা এবং স্টেকহোল্ডার–ফিডব্যাক ভিত্তিক কমপ্লায়েন্স ও ডেটা–প্রবাহ উন্নয়নসহ নতুন ডিজিটাল সেবা উদ্যোগ উন্মোচিত হবে।’’
ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, ‘‘স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি ব্যাংকিং থেকে ভিন্ন—এখানে এক মুহূর্তের সার্ভিসও পুরো বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। তাই আমাদের সবসময় সতর্ক, মনোযোগী এবং স্ট্যান্ডার্ড-কমপ্লায়েন্ট থাকতে হয়। সাম্প্রতিক সেন্ট্রালাইজড সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে আমাদের প্রযুক্তির অবস্থান এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের খুব কাছাকাছি, কিছু ক্ষেত্রে আরও এগিয়েও। ওএমএস এপ্লিকেশনে স্থানীয় টিমকে সুযোগ দেওয়া কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়—এটি দেশের জন্য একটি গর্বের অর্জন।’’
২০২০ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করে। এরই প্রেক্ষিতে ৭২টি ব্রোকারেজ হাউজ নাসডাক ম্যাচিং ইঞ্জিনে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করেন। আজকের ৮টিসহ মোট ৪৭টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে৷ এর মধ্যে ৩৫টি ব্রোকার হাউজ ফিক্স সার্টিফিকেশন পাওয়ার পর তারা এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করেছে।
ঢাকা/এনটি/বকুল