পাকিস্তান সেনাবাহিনী আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে পরিচিত একটি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছিল। ভারত কোনো ধরনের প্রমাণ ছাড়াই এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। পহেলগামের ঘটনার পর থেকে ভারত-পাকিস্তান সীমান্তে গুলি বিনিময় হচ্ছে।

রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলেছে, “পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন প্রতিহত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে ভূপাতিত করেছে।”

অবস্থান নির্দিষ্ট করে নিরাপত্তা সূত্র বলেছে, “শত্রুরা আজাদ জম্মু ও কাশ্মীরের ভিম্বর জেলার মানাওয়ার সেক্টরে একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারি চালানোর চেষ্টা করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই ঘৃণ্য প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।”
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ব্যবহৃত ড্রাম পুনর্ব্যবহারের উপযোগী করা হচ্ছে

TANVIR AHAMMED

সম্পর্কিত নিবন্ধ