বিএনপি নেতা সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি, থানায় জিডি
Published: 3rd, October 2025 GMT
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে জালাল উদ্দীন নামের এক ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইল সদর থানায় জিডি করেন তিনি। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘টাঙ্গাইল পৌর এলাকার জালাল উদ্দীন চাকলাদার নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে বিদেশি একটি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে সালাউদ্দিন টুকু জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জিডি করেছেন। এ ঘটনায় জালাল উদ্দীনও থানায় সাধারণ ডায়েরি করেছেন।’’
ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, ‘‘সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি, এমন কথা জানিয়ে গত ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি টাকা দাবি করে। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি করে হামলা, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে ও সংবাদ সম্মেলন করে হেনস্তার হুমকি দেয়। তাৎক্ষণিক বিষয়টি টুকু ভাইকে জানালে তিনি আইনি ব্যবস্থা নিতে বলেন। পরে থানায় সাধারণ ডায়েরি করি।’’
এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘‘আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। ধারণা করছি, এ কারণে একটি গোষ্ঠী আমার সুনাম ও আমার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে এমন নোংরা ষড়যন্ত্র করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের কাছে জড়িত ব্যক্তি ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছি।’’
ঢাকা/কাওছার/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ল উদ দ ন ট ক র জ ল ল উদ দ ন কর ছ ন
এছাড়াও পড়ুন:
মান্নানকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে অপ-প্রচার ও ষড়যন্ত্রর হচ্ছে দাবি করে সিদ্ধিরগঞ্জে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে তারা।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা জানিয়ে ষড়যন্ত্রকারীদের এহেন কর্মকান্ডের প্রতিবাদ জানায়।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রিপন সরকার তার বক্তব্যে বলেন, সিদ্ধিরগঞ্জের কিছু কতিপয় নেতা বিএনপির সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের নির্যাতিত নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবকে নিয়ে নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আমরা বলতে চাই, বিগত দিনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে পরিক্ষীত নেতা হিসেবে নেতৃত্ব পেয়েছি। আমাদের প্রাণপ্রিয় মাতা বেগম খালেদা জিয়া আজহারুল ইসলাম মান্নান ভাইকে ধানের শীষ হাতে তুলে দিয়েছেন।
আমরা তৃনমূলের নেতাকর্মীরা বলতে চাই আমাদের সিদ্ধিরগঞ্জের মাটি থেকে আজহারুল ইসলাম মান্নান ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তাকে সংসদে পাঠাব।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুবদল নেতা সিফাতুর রহমান রাজু বলেন, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নূরুল ইসলাম, কর্নেল, সদস্য ইঞ্জি. রাসেল, সোহাগ, রিয়াজ, প্রিন্স, সুমন, আলামিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু, টুটুল, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা সিফাতুর রহমান রাজু, শাহাদাত, হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুলসহ প্রমূখ।