Risingbd:
2025-11-20@17:23:44 GMT

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

Published: 3rd, October 2025 GMT

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

এশিয়া কাপে স্মরণীয় জয় দিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও আফগানিস্তানকে কোণঠাসা করেছে। সিরিজের প্রথম ম্যাচে দারুণ লড়াইয়ে জয় পাওয়ার পর আজ শুক্রবার (০৩ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে নামছে টাইগাররা। এই ম্যাচেই জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ জাকের আলীর দলের সামনে।

সিরিজের প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হলেও হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ ঘুরে যায়। এর আগে তানজিদ তামিম ও পারভেজ ইমন ফিফটি তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দেন।

আরো পড়ুন:

বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট ছুড়ল আফগানিস্তান

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

অধিনায়ক জাকের আলী ম্যাচ শেষে স্বীকার করেন, ব্যাটিং-বোলিংয়ে এখনও উন্নতির জায়গা আছে। তবে দলের মানসিক দৃঢ়তা তাকে আশাবাদী করেছে। তার ভাষায়, “এমন চাপ আন্তর্জাতিক ক্রিকেটে হতেই পারে। ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে আমি গর্বিত। কালই (আজ) সিরিজ জয় নিশ্চিত করতে চাই।”

বাংলাদেশ যেখানে সিরিজ নিশ্চিত করতে মরিয়া, সেখানে আফগানিস্তানের লক্ষ্য সমতায় ফেরা। প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা। আজকের ম্যাচে সমানতালে জবাব দিতে না পারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে রশিদ খানের দলের।

প্রথম দুই ম্যাচ হচ্ছে টানা দুই দিনে। ফলে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক শক্তি ধরে রাখা হবে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বাংলাদেশ চাইবে প্রথম ম্যাচের ভুলত্রুটি কাটিয়ে আরও শক্তিশালী পারফরম্যান্স উপহার দিতে।

আজকের ম্যাচে জয় পেলে বাংলাদেশ আগেভাগেই দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি ঘরে তুলবে। অন্যদিকে আফগানিস্তান সমতায় ফিরতে পারলে সিরিজের ভাগ্য গড়াবে আগামী ৫ অক্টোবরের শেষ ম্যাচে। এরপরই শুরু হবে ওয়ানডে সিরিজ, যা দুই দলকেই নতুন পরীক্ষার সামনে দাঁড় করাবে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব ল দ শ আফগ ন স ত ন স র জ ব ল দ শ আফগ ন স ত ন স র জ আফগ ন স ত ন প রথম ম য চ

এছাড়াও পড়ুন:

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি বন্ধ করে দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়সহ সব শাখা কার্যালয় থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, রাজশাহী, সিলেট, সদরঘাট, বরিশাল ও রংপুর কার্যালয় থেকে এই পাঁচ সেবা দেওয়া বন্ধ। সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড ছাড়া বন্ধ হওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়াফাটা নোট বদল, সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালানসংক্রান্ত ভাংতি টাকা প্রদান। এখন থেকে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে।

বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা জোরদার ও ক্যাশ বিভাগ আধুনিকায়নের অংশ হিসেবে এসব সেবা বন্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক বলেছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক–সংশ্লিষ্ট এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সাধারণ মানুষকে এসব সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়াবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শুরুতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে এ সেবা বন্ধের সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ১ ডিসেম্বর থেকে এই সেবা বন্ধের কথা বলা হয়। এরপর ধীরে ধীরে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা কার্যালয় থেকে এ ধরনের সব সেবা বন্ধের পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ নিয়ে একাধিক সভার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত দিয়েছেন। এখন তার আগে চূড়ান্তভাবে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয় থেকে এসব সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আজই এসব সেবা দেওয়ার শেষ দিন ছিল।

সম্পর্কিত নিবন্ধ