Risingbd:
2025-10-03@13:05:13 GMT

উভয় সংকটে হামাস

Published: 3rd, October 2025 GMT

উভয় সংকটে হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের মূল অংশ সংশোধনের দাবি করবে। তবে আগামী দিনে তারা এই পরিকল্পনাটি নবায়নের আলোচনার ভিত্তি হিসেবে গ্রহণ করবে। বিশ্লেষক এবং গ্রুপের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানাতে মঙ্গলবার থেকে ‘তিন বা চার দিনের’ সময়সীমা বেঁধে দিয়েছেন হামাসকে। ট্রাম্পের দাবি, তার প্রস্তাবের লক্ষ্য গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং বিধ্বস্ত অঞ্চলটি পরিচালনার জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক প্রশাসন দায়িত্ব পালন করবে।

কায়রোতে অবস্থিত গাজার একজন রাষ্ট্রবিজ্ঞানী মাখাইমার আবুসাদা বলেছেন, হামাসকে এখন ‘খারাপ এবং সবচেয়ে খারাপের মধ্যে একটিকে বেছে নিতে হবে।’

আবুসাদা বলেছেন, “যদি তারা ‘না’ বলে, যেমন ট্রাম্প স্পষ্ট করেছেন, তবে তা ভালো হবে না এবং ইসরায়েলকে গোষ্ঠীটিকে ধ্বংষ করার জন্য যা যা করা দরকার তা করার অনুমতি দেবে। যদি তারা ‘হ্যাঁ’ বলে তাহলে তাদেরকে আমাদের এটা বা ওটা প্রয়োজন বলতে হবে।”

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের সিনিয়র ফেলো হিউ লোভাট জানিয়েছেন, হামাসের জন্য শর্তাবলী নিঃশর্তভাবে মেনে নেওয়া খুব কঠিন হবে। ‘এটা বোধগম্য। লেখাটিতে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে। কিন্তু তারপর ইসরায়েল, ট্রাম্প প্রশাসন এবং সম্ভবত ইউরোপীয়রা হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ এবং চূড়ান্ত গ্রহণযোগ্যতা ছাড়া অন্য কিছু ব্যবহার করবে।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করেছেন, যাতে ইসরায়েলের অনেক প্রধান দাবি অন্তর্ভুক্ত রয়েছে এবং হামাসের সাথে পরামর্শ ছাড়াই এটি তৈরি করা হয়েছে।

গাজায় ইসরায়েলি আক্রমণের সময় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন, হামাস প্রস্তাব প্রত্যাখ্যান করলে বা এর বাস্তবায়ন ধীর করে দিলে ইসরায়েল ‘কাজ শেষ করবে।’ 

হামাস নেতারা ইস্তাম্বুল, দোহা এবং গাজার মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এই বিষয়টি গোষ্ঠীটির প্রতিক্রিয়া নিয়ে আলোচনাকে জটিল করে তোলে। তুরস্ক ও কাতার হামাসের উপর চুক্তির ব্যাপারে ছাড় দেওয়ার জন্য চাপ দিচ্ছে।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্পের পরিকল্পনায় দাবি করা হয়েছে, হামাসকে নিরস্ত্র হতে হবে। তবে সংগঠনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হামাসের জন্য সমস্ত অস্ত্র সমর্পণ গ্রহণ করা খুব কঠিন হবে, বিশেষ করে কোনও রাজনৈতিক প্রক্রিয়া বা দুই-রাষ্ট্রের সমাধানের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই। 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য ইসর য

এছাড়াও পড়ুন:

না.গঞ্জে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় ঐক্য পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ

কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যান্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় জেলার সর্বস্তরের মানুষ, প্রশাসন, আইনশৃঙ্খলা তথা সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, আনসার বাহিনী, বিজিবি, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন, রেডক্রিসেন্ট, জেলা রোভার, স্বেচ্ছাসেবক, সকল রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতির মাধ্যমে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস ও মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস বলেন, এবার কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি ও শঙ্কা ছাড়াই সুষ্ঠু,  সুন্দর, উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে। পূজোর এ আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মুহুর্তে আমাদের পূজো মন্ডপগুলোতে নিজস্ব স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি সার্বিক নিরাপত্তায় জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, এনএসআই, ডিবি, ডিএসবি, সিআইডি, ট্রাফিক পুলিশ, আনসার, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিসসহ প্রশাসনের বিভিন্ন ইউনিট, বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সকল নেতৃবৃন্দদের আন্তরিকতা ও সহযোগিতার কারণে আমাদের পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এজন্য  আমরা সকলরর প্রতি বিশেষ কৃতজ্ঞতা  ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সর্বদা অটুট রাখতে সবাই কিভাবে এক ও অভিন্ন হয়ে কাজ করা যায়, তারই অন্যন্য নজির হচ্ছে এবারের এই শারদীয় দুর্গোৎসব।

আমি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আমাদের ঐক্য পরিষদ ও অন্যান্য সনাতনী সংগঠনগুলো যারা নির্বিঘ্নে দুর্গাপূজা সমাপ্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

সকলের অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগীতার কারণেই শারদীয় দুর্গা উৎসব নারায়ণগঞ্জে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল। আশা করি, আগামী দিনগুলোতেও এরকম সহযোগীতা ও নিরাপত্তা বজায় থাকবে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করি।
 

সম্পর্কিত নিবন্ধ