মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস নিজেকে লাজুক ও সামাজিক পরিবেশে কম মানানসই বলে মনে করেন। তিনি তাঁর আত্মজীবনীতেও নিজের এই লাজুক ও অসামাজিক আচরণের বিষয়টি প্রকাশ করেছেন। তবে আগে তিনি আরও বেশি লাজুক ও অসামাজিক ছিলেন। তাঁর এই আচরণ পরিবর্তনে সাহায্য করেছে তার ছোট মেয়ে ফোবি গেটস। মেয়ের অবিরাম চেষ্টাতেই তার লাজুক অভ্যাস কিছুটা দূর হয়েছে বলে মনে করেন বিল গেটস।

বিল গেটসের লাজুকতার বিষয়ে সম্প্রতি কল হার ড্যাডি নামের একটি পডকাস্টে কথা বলেছেন ফোবি গেটস। তিনি জানান, বিল গেটস খুব বেশি লোকজনের সঙ্গে মিশতে পছন্দ করেন না। আর তাই ছোটবেলা থেকে ফোবি নিজেই বাবার লাজুক ভাব কমানোর চেষ্টা করেন। এ বিষয়ে পডকাস্টের সঞ্চালক অ্যালেক্স কুপারকে ফোবি বলেন, ‘আমি বলতাম, না, যদি আমরা কোথাও যাই তাহলে আমরা সবার সঙ্গে মিশব। আমাদের এ নিয়ে কাজ করতে হবে। সামাজিক হতে হবে।’

বাবা-মেয়েদের নাচের অনুষ্ঠানে যেতেও বিল গেটসকে জোর করতেন ফোবি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা বাবাকে বাধ্য করতাম অন্য বাবা ও মেয়েদের সঙ্গে গিয়ে কথা বলতে। কিছু ক্ষেত্রে তিনি নার্ভাস হয়ে চলে যেতেন।’ বিল গেটসের এই লাজুকতা সত্ত্বেও তিনি কখনো হাল ছাড়েননি। তার পরিবার এখন মজা করে বলে, বিল গেটসের বহির্মুখী ব্যক্তিত্ব ছাড়া তাদের জীবন খুবই বিরক্তিকর হতো।

আরও পড়ুনমেয়ের প্রতি বিল গেটসের বিরল ভালোবাসা২৬ জুলাই ২০২৫

ফোবি আরও জানান, ফ্যামিলি গেম নাইটে আমাদের বাবা-মেয়ের মধ্যে তীব্র প্রতিযোগিতা হতো। এই প্রতিযোগিতার মনোভাব পুরোপুরি প্রকাশ পেত যখন আমি নতুন কোনো বন্ধুকে বাড়িতে নিয়ে আসতাম। সেই সময় বিল গেটস সত্যিকারের স্নায়ুচাপের মুখোমুখি হতেন। কখনো কখনো তিনি পাজল বা ধাঁধার টুকরা মেলাতে শুরু করতেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ল গ টস র

এছাড়াও পড়ুন:

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি

বিরোধীদের নিয়ে কড়া বাক্য উচ্চারণের জন্য বহুল আলোচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য রীতিমতো শঙ্কার বার্তা নিয়ে হাজির হলেন।

দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন, “বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছেন। অনেকের আত্মীয়-স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, তা জনগণের সামনে আনতে শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।”

আরো পড়ুন:

বক্স অফিসে ‘ওজি’ সিনেমার দাপট: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতের ভিসা জটিলতা কমবে: হাইকমিশনার

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রতীক ইস্যুতে এক জরুরি সংবাদ সম্মেলনে এসে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন নাসীরুদ্দীন।

যে প্রতীক ইস্যুতে সংবাদ সম্মেলনে, সে বিষয়ে জোর দিয়ে নাসীরুদ্দীন বলেন, “শাপলা পেতে কোনো আইনি বাঁধা দেখছি না। এখানে ইসি স্বৈরাচারী ও বৈষম্যমূলক আচরণ করেছে। প্রতীক প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। ব্যাখ্যা দিয়েই কমিশনকে যেতে হবে।”

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে তিনি বলেন, “এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ইসি। তারা একটি দলের পক্ষ নিয়ে তাদের সুবিধা দিচ্ছে।”

রাকঢাক ছাড়াই অভিযোগের তীর ছুড়ে নাসীরুদ্দীনের সোজা কথা, “অসাংবিধানিক আচরণের জন্য ইসি কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছি।”

সাংবাদিকদের প্রশ্নে গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনার প্রসঙ্গ এলে এক্ষেত্রেও সেটি সরাসরি খারিজ করে দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “একীভূত হওয়ার সুযোগ নেই। এনসিপিতে যোগ দিতে হলে সদস্য ফরম পূরণ করতে হবে। নির্বাচনেও এনসিপির হয়েই দাঁড়াতে হবে।”

অবশ্য এনসিপির অন্য নেতারা বলে আসছেন, একীভূত হওয়ার আলোচনা চলছে। কোনো সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানাবেন তারা।  

নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে চ্যালেঞ্জন করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আওয়ামী লীগ, ভারত, বিএনপি ও নির্বাচন কমিশন সব এক পক্ষে। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব।” 

বিএনপির বিরুদ্ধে ভারতের পক্ষে কাজ করার অভিযোগ তুলে তিনি বলেন, দলটি ভারতের পক্ষে কাজ করছে, তাদের বাংলাদেশপন্থি রাজনীতি করার আহ্বান জানাচ্ছি।

রাজনীতির মাঠে বিরোধীদের নিয়ে কড়া বাক্য উচ্চারণ করায় এনসিপির নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাসীরুদ্দীন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, আগে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে।

নাসীরুদ্দীনের ওই মন্তব্যের জেরে সহিংস পরিস্থিতি তৈরি হয় সালাহউদ্দিন আহমেদের জন্মভূমি কক্সবাজারের চকরিয়ায়।

ঢাকা/রায়হান/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি