ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হলে নির্বাচনি অনিশ্চয়তার কারণে তা ঝুলে যাওয়ার শঙ্কা আছে। তাই, নভেম্বরেই কাজ শুরু করতে হবে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারও এ প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য হয়।

কর্মসূচির মধ্যে আছে—আগামী ৫ অক্টোবর তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের পাঁচ জেলায় পদযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ এবং ১৬ অক্টোবর তিস্তা নদীর তীরবর্তী ১০ উপজেলার ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলন।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চিত্রকর্মটি বিক্রি হলো ২,৮৯১ কোটি টাকায়

পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরার এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া চিত্রকর্মের তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। প্রথমে রয়েছে জগদ্বিখ্যাত ইতালিয়ান শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘সালভাতর মুন্দি’। যিশুখ্রিষ্টকে নিয়ে আঁকা চিত্রকর্মটি ২০১৭ সালে ৪৫ কোটি ৩০ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

পোর্ট্রেট অব এলিজাবেথ লেডেরার আঁকা হয় ১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে। অস্ট্রিয়ার প্রভাবশালী ইহুদি পরিবারের মেয়ে এলিজাবেথ লেডেরারের বাবা অগাস্ট লেডেরার ছিলেন ক্লিমটের বড় পৃষ্ঠপোষক। ১৯৩৮ সালে অস্ট্রিয়া দখলের সময় চিত্রকর্মটি জব্দ করে নাৎসি বাহিনী। আশির দশকে সেটি আবার চিত্রকর্মের বাজারে আসে। তখন থেকেই এটি ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল।

গুস্তাফ ক্লিমট

সম্পর্কিত নিবন্ধ