আড়াইহাজারে বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
Published: 3rd, October 2025 GMT
আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ওরশ থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে মো. আসমত আলী ওরফে আছু (৩৮) নামে এক লম্পট।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে শুক্রবার আড়াইহাজার থানায় একটি অভিযোগ করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই মেয়ে রাতের দিকে স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। ওইখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটির মা অভিযোগ করেন, অনেক কাকুতি করেও ধর্ষণের হাত থেকে বাচঁতে পারেনি তার প্রতিবন্ধি মেয়েটি। ঘটনার পর কিশোরী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের অঘটন ঘটছে বলে দাবি স্থানীয়দের।
অনুমোদন ছাড়া এ ধরনের সমাবেশ ও ওরস আয়োজন বারবার অঘটনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে তারা প্রশাসনের কঠোর নজরদারি এবং জরুরি পদক্ষেপ দাবি করেছেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তাকে দ্রুত ধরতে প্রয়োজনীয় অভিযান চলছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে ছোট ঘোড়া
ছোট্ট পুমুকেলকে দেখে যে কেউ অবাক হবেন—এটি ঘোড়া, গাধা, কুকুর নাকি পুতুল, তা বুঝতে কারও কারও কয়েক সেকেন্ড সময়ও লেগে যেতে পারে।
পুমুকেলের বাস জার্মানিতে। এটি দেখে আপনার যা–ই মনে হোক, পুমুকেল কিন্তু একটি জীবন্ত ঘোড়া। বাদামি ও উজ্জ্বল সাদা রঙের ঘোড়াটির ঘাড়ে-মাথায় বেশ বড় বড় লোম। সেগুলো অনেকটা চুলের মতো ঝুলে থাকে। এ কারণে হঠাৎ দেখায় সেটিকে একটি পুতুল বলে মনে হতে পারে।
তবে এসবের কিছুই পুমুকেলের মূল বৈশিষ্ট্য নয়। প্রাণীটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সেটির উচ্চতা। পুমুকেলের উচ্চতা মাত্র ২১ দশমিক ১ ইঞ্চি। নিজের এ উচ্চতার কারণে প্রাণীটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। পুমুকেল এখন সবচেয়ে কম উচ্চতার জীবন্ত ঘোড়া।
২০২০ সালে ক্যারোলা ভাইডেমান নামের এক নারী পুমুকেলকে পালন করতে নেন। সে সময় এটির বয়স ছিল মাত্র ৫ মাস, উচ্চতা মাত্র ১৮ ইঞ্চি।
পুমুকেলকে প্রথমবার দেখার দিনের কথা এখনো স্পষ্ট মনে আছে ক্যারোলার। তিনি একটি থেরাপি ঘোড়া খুঁজছিলেন। তখন এক বন্ধু তাঁকে পুমুকেলের কথা জানান এবং তিনি পুমুকেলকে দেখতে যান।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে ক্যারোলা বলেন, ‘আমি গাড়ি চালিয়ে সেখানে গিয়ে ওকে দেখি এবং সত্যিই, পুরোপুরি ধাক্কা খাই। এর আগে আমি এত ছোট ঘোড়া কখনো দেখিনি।’
এর আগে যে ঘোড়া এই রেকর্ডের মালিক ছিল, সেটির চেয়ে পুমুকেলের উচ্চতা দেড় ইঞ্চি কম।
পুমুকেল একটি প্রশিক্ষিত ঘোড়া। প্রাণীটি থেরাপি দেওয়ার কাজ করে। এ জন্য সেটিকে নিয়মিত বিভিন্ন নার্সিং হোম, হাসপাতাল, স্কুল ও প্রতিবন্ধী মানুষের জন্য নানা প্রতিষ্ঠানে নেওয়া হয়।
ক্যারোলা বলেন, ‘সে খুবই মিষ্টি স্বভাবের। সে শিশুদের সঙ্গে অবিশ্বাস্য রকম ভালো আচরণ করে, খোঁচাখুঁচি ও আলিঙ্গন পছন্দ করে। পুমুকেল মনোযোগের কেন্দ্রে থাকতে খুবই পছন্দ করে।’
পুমুকেল কোনো ছোট আকারের ঘোড়ার প্রজাতি নয়। ক্যারোল বলেন, পুমুকেল স্বাভাবিক আকারের ঘোড়ার প্রজাতি। প্রকৃতিই প্রাণীটিকে এই আকার দিয়েছে।