নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির ‘লাইক’, সমর্থকেরা হানা দিলেন জাকারবার্গের পোস্টে
Published: 3rd, May 2025 GMT
বৃহস্পতিবার ছিল আনুশকা শর্মার জন্মদিন। স্বামী হিসেবে বিরাট কোহলি সেদিন আনুশকা শর্মাকে কতটা সময় দিয়েছেন বা কী উপহার দিয়েছেন, সেটা তিনিই ভালো জানেন। আমজনতা শুধু জানে, স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কোহলি।
তবে বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার আসতেই কোহলির ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উত্তেজনা। কারণ, ইনস্টাগ্রামে এক নায়িকার ছবিতে ‘লাইক’ দিয়েছেন ভারতের ব্যাটিং তারকা। সেই ছবিও সাদামাটা কিছু নয়, নায়িকার নিজেকে আবেদনময়ী হিসেবে তুলে ধরা।
এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়নের পর একটি ব্যাখ্যা দিয়েছেন কোহলি। তবে ঘটনা এখানেই থামেনি। এরপর ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গের পোস্টে হানা দিয়েছেন কোহলির সমর্থকেরা।
কোহলি যাঁর পোস্টে লাইক দিয়েছেন, তাঁর নাম অভনিত কৌর। ২৩ বছর বয়সী এই নায়িকা সিনেমা ও টেলিভিশনে কাজ করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি আছে তাঁর। নেটিজেনরা কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ আবিষ্কার করার পর এ নিয়ে আলোড়ন উঠলে কোহলিরও চোখে পড়ে।
অভনিত কৌরের পোস্টে কোহলির ‘লাইক’ আর ব্যাখ্যামূলক বিবৃতি।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইনস ট গ র ম ক হল র
এছাড়াও পড়ুন:
কিয়ারার আবেদনময়ী দৃশ্যে কাঁচি
কিয়ারা আদভানি এখন আলোচনায় তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’–এর জন্য। অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তাঁর ঝলমলে উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন বলিউড এই অভিনেত্রী। তবে ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এই দৃশ্যের কিছু অংশ নিয়ে আপত্তি জানিয়েছে। খবর বলিউড হাঙ্গামার
অ্যাকশন দৃশ্যগুলোয় সিবিএফসি কোনো কাটের নির্দেশ দেয়নি। তবে অন্য কিছু দৃশ্যে তারা অডিও ও ভিজ্যুয়াল—দুই দিকেই পরিবর্তনের নির্দেশ দিয়েছে। প্রথমেই ছবির ছয়টি জায়গায় একটি করে শব্দ ও দৃশ্য—দুটিই মিউট বা বদলাতে বলা হয়।
‘ওয়ার ২’ সিনেমার গানের দৃশ্যে কিয়ারা ও হৃতিক। এক্স থেকে