বৃহস্পতিবার ছিল আনুশকা শর্মার জন্মদিন। স্বামী হিসেবে বিরাট কোহলি সেদিন আনুশকা শর্মাকে কতটা সময় দিয়েছেন বা কী উপহার দিয়েছেন, সেটা তিনিই ভালো জানেন। আমজনতা শুধু জানে, স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কোহলি।

তবে বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার আসতেই কোহলির ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উত্তেজনা। কারণ, ইনস্টাগ্রামে এক নায়িকার ছবিতে ‘লাইক’ দিয়েছেন ভারতের ব্যাটিং তারকা। সেই ছবিও সাদামাটা কিছু নয়, নায়িকার নিজেকে আবেদনময়ী হিসেবে তুলে ধরা।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়নের পর একটি ব্যাখ্যা দিয়েছেন কোহলি। তবে ঘটনা এখানেই থামেনি। এরপর ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গের পোস্টে হানা দিয়েছেন কোহলির সমর্থকেরা।

কোহলি যাঁর পোস্টে লাইক দিয়েছেন, তাঁর নাম অভনিত কৌর। ২৩ বছর বয়সী এই নায়িকা সিনেমা ও টেলিভিশনে কাজ করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি আছে তাঁর। নেটিজেনরা কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ আবিষ্কার করার পর এ নিয়ে আলোড়ন উঠলে কোহলিরও চোখে পড়ে।

অভনিত কৌরের পোস্টে কোহলির ‘লাইক’ আর ব্যাখ্যামূলক বিবৃতি।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইনস ট গ র ম ক হল র

এছাড়াও পড়ুন:

নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির ‘লাইক’, সমর্থকেরা হানা দিলেন জাকারবার্গের পোস্টে

বৃহস্পতিবার ছিল আনুশকা শর্মার জন্মদিন। স্বামী হিসেবে বিরাট কোহলি সেদিন আনুশকা শর্মাকে কতটা সময় দিয়েছেন বা কী উপহার দিয়েছেন, সেটা তিনিই ভালো জানেন। আমজনতা শুধু জানে, স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দিয়েছেন কোহলি।

তবে বৃহস্পতিবার রাত পেরিয়ে শুক্রবার আসতেই কোহলির ইনস্টাগ্রাম ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উত্তেজনা। কারণ, ইনস্টাগ্রামে এক নায়িকার ছবিতে ‘লাইক’ দিয়েছেন ভারতের ব্যাটিং তারকা। সেই ছবিও সাদামাটা কিছু নয়, নায়িকার নিজেকে আবেদনময়ী হিসেবে তুলে ধরা।

এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়নের পর একটি ব্যাখ্যা দিয়েছেন কোহলি। তবে ঘটনা এখানেই থামেনি। এরপর ইনস্টাগ্রামের মালিক মার্ক জাকারবার্গের পোস্টে হানা দিয়েছেন কোহলির সমর্থকেরা।

কোহলি যাঁর পোস্টে লাইক দিয়েছেন, তাঁর নাম অভনিত কৌর। ২৩ বছর বয়সী এই নায়িকা সিনেমা ও টেলিভিশনে কাজ করেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি আছে তাঁর। নেটিজেনরা কৌরের ছবিতে কোহলির ‘লাইক’ আবিষ্কার করার পর এ নিয়ে আলোড়ন উঠলে কোহলিরও চোখে পড়ে।

অভনিত কৌরের পোস্টে কোহলির ‘লাইক’ আর ব্যাখ্যামূলক বিবৃতি।

সম্পর্কিত নিবন্ধ