গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ পারভীন আক্তার (৩৫) নামের আরেকজন মারা গেছেন।
আজ রোববার ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো।
আরও পড়ুনগাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে পাঁচজন দগ্ধ২৮ এপ্রিল ২০২৫পারভীনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, পারভীনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গিয়েছিল।
গত রোববার রাতে গাজীপুরের মোগরখাল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হন পারভীন (৩৫), তাসলিমা (৩০), সীমা (৩০), তানজিলা (১০) ও ১ বছর বয়সী আইয়ান। সেদিন রাতেই তাঁদের ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তানজিলা বেঁচে আছে। সে চিকিৎসাধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া এই টিভি তারকাকে চেনেন কি
তিনিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া টিভি তারকা। আট বছর পর ছোট পর্দায় প্রত্যাবর্তনের খবর দিয়ে তিনি আবার শিরোনামে। তিনি কপিল শর্মা, দিলীপ যোশী, রোনিত রায় বা রুপা গাঙ্গুলি নন। কে তিনি? জেনে নেওয়া যাক ডিএনএ অবলম্বনে।
এই অভিনেতার জন্ম মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পড়াশোনা করেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০০৪ সালে টিভিতে অভিষেকের পর হয়ে ওঠেন পরিচিত মুখ। এই তারকা আর কেউ নন শরদ কেলকার।
শরদ কেলকার। ইনস্টাগ্রাম থেকে