চলতি বছরের এপ্রিলে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে। গতকাল রোববার মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী নির্যাতনের এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, ধর্ষণের শিকার নারীর মধ্যে ১৬ মেয়েশিশুসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এক মেয়েশিশুসহ পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে; দুই মেয়েশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২২ মেয়েশিশুসহ ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ মেয়েশিশুসহ ১২ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে চার মেয়েশিশু। বিভিন্ন কারণে ৬০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে দু’জনকে। পাঁচ মেয়েশিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু এবং ছয় মেয়েশিশুসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দু’জন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের।
এতে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এর মধ্যে চার মেয়েশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। দু’জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। সাত মেয়েশিশুসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া দুই মেয়েশিশু অপহরণচেষ্টার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে চারটি। এ ছাড়া দুই মেয়েশিশুসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম য় শ শ সহ
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের বিমানবন্দর এলাকায় আঘাত হানলো হুতিদের ক্ষেপণাস্ত্র
ইয়েমেন থেকে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত হেনেছে। রবিবার এ হামলা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানবন্দর এলাকার একটি রাস্তা ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে।
ইসরায়েলি পুলিশের একজন জ্যেষ্ঠ কমান্ডার ইয়ার হেটজরোনি সাংবাদিকদের ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে সৃষ্ট একটি গর্ত দেখিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে টার্মিনাল ৩-এর একটি পার্কিং লটের কাছে একটি রাস্তার পাশে ক্ষেপণাস্ত্রটি পড়েছিল।
হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, “যে আমাদের ক্ষতি করবে, তার সাতগুণ ক্ষতি করা হবে।”
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হামলায় আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষের একজন মুখপাত্র জানিয়েছেন, বেন গুরিওনে বিমানের উড্ডয়ন এবং অবতরণ পুনরায় শুরু হয়েছে এবং কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
তবে, বেন গুরিওনের লাইভ এয়ার ট্র্যাফিক সাইট অনুসারে, ক্ষেপণাস্ত্রের কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল।
ঢাকা/শাহেদ