প্লে-অফের দ্বারপ্রান্তে পাঞ্জাব কিংস
Published: 5th, May 2025 GMT
ধর্মশালার হিমালয় ঘেরা মাঠে পাঞ্জাব কিংস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি লড়াইয়ে উত্তেজনার কমতি ছিল না। পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্ণৌর টপ অর্ডার ভেঙে পড়ে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস ২০ ওভারে ৫ উইকেটে ২৩৬ রান তোলে। প্রভসিমরন সিং ৪৮ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি ছক্কা ও ৮টি চার। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৫ বলে ৪৫ রান করেন। জশ ইংলিস ১৪ বলে ৩০ রান করে দলের স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।
রান তাড়া করতে নামা লক্ষ্ণৌর ইনিংসের তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দেওয়া হয়। তিনি প্রথমে মিচেল মার্শকে শূন্যরানে নেহাল ওয়াদেরার হাতে ক্যাচ বানিয়ে ফেরান। এরপর একই ওভারে এইডেন মার্করামকে বোল্ড করে দেন। পরবর্তীতে নিকোলাস পুরানকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। এই তিনটি উইকেট পাওয়ার মাধ্যমে আর্শদীপ লক্ষ্ণৌর টপ অর্ডারকে ধসিয়ে দেন।
আরো পড়ুন:
বড় জয়ে বিজয়-শরিফুলদের সিরিজ শুরু
আইপিএলে ইতিহাস গড়া ছয় বলে ছয় ছক্কা
৫ উইকেটে ৭৩ রান হারিয়ে বিপদে পড়া লক্ষ্ণৌকে টেনে তোলার চেষ্টা করেন আয়ুশ বাদোনি ও আব্দুল সামাদ। তারা ৮১ রানের জুটি গড়েন। সামাদ ২৪ বলে ৪৫ রান করে আউট হন। বাদোনি ৪০ বলে ৭৪ রানের সাহসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও লক্ষ্ণৌ ২০ ওভারে ৭ উইকেটে ১৯৯ রানেই থেমে যায়। পাঞ্জাব কিংস ৩৭ রানে জয় লাভ করে।
এই জয়ে তারা ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে। অন্যদিকে, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।
ম্যাচের সেরা খেলোয়াড় হন প্রভসিমরন সিং (৯১ রান)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর লক ষ ণ উইক ট
এছাড়াও পড়ুন:
নতুন পোপ নির্বাচনে ভ্যাটিকানে পৌঁছেছেন ১৩৩ কার্ডিনাল
রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু হিসেবে নতুন পোপ বেছে নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ১৩৩ জন কার্ডিনাল। আজ সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামী বুধবার শুরু হবে পোপ নির্বাচনের প্রক্রিয়া, যা ‘কনক্লেভ’ নামে পরিচিত।
গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে এসেছে। ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে যাওয়া ১৩৩ জন কার্ডিনালের সবার বয়স ৮০ বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে দুজন কার্ডিনাল সেখানে যেতে পারেননি।
আরও পড়ুনপ্রেমিকাকে না পেয়ে যেভাবে পোপ হয়েছিলেন ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫বুধবার এই ১৩৩ জন কার্ডিনাল ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে একত্র হবেন। পোপ নির্বাচনের জন্য এদিন একবার এবং পরবর্তী প্রতিদিন চারবার করে ভোট দেওয়া হবে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথিশালায় অবস্থান করবেন কার্ডিনালরা। পোপ নির্বাচিত হওয়ার আগপর্যন্ত তাঁরা বহির্বিশ্বের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।
আরও পড়ুননতুন পোপ কীভাবে নির্বাচিত হন২১ এপ্রিল ২০২৫পোপ নির্বাচনের জন্য ভোটাভুটির পর একবার সকালে ও একবার বিকেলে ব্যালটগুলো পোড়ানো হয়। পোপ নির্বাচিত না হলে ব্যালটগুলোয় রাসায়নিক মিশিয়ে পোড়ানো হয়। এতে ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর যদি ধোঁয়ার রং সাদা হয়, তবে ধরে নিতে হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন।
আরও পড়ুনকে হতে পারেন নতুন পোপ২১ এপ্রিল ২০২৫