নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ ‘এ’ দল। তবে তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে বিপর্যয়ে পড়ে নুরুল হাসান সোহানের দল। সেখান থেকে ইয়াসির আলী রাব্বি ও নাসুম আহমেদের ফিফটিতে ২২৭ রান করতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। 

শনিবার সিলেট একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ ‘এ’ দল। তারা যথাক্রমে ৪ ও ২ রান করেন। মিডলে ছোট্ট একটা জুটি হলেও ১০৪ রানে ৬ উইকেট পড়ে স্বাগতিক দলের। 

তিনে নামা সাইফ হাসান ৩১ রান করেন। তবে পাঁচে নেমে আফিফ হোসেন ১ ও নুরুল হাসান ১২ রান যোগ করেন। মোসাদ্দেক হোসেন ৪ রান যোগ করে ফিরে যান। পরে রাব্বির সঙ্গে জুটি গড়েন নাসুম। মাহিদুল অঙ্কনের জায়গায় সুযোগ পাওয়া রাব্বি ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। সাতটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি।

শেষ ব্যাটার হিসেবে নাসুম আহমেদ ৪৭.

৩ ওভারে আউট হওয়ার আগে ৯৬ বলে ৬৭ রান যোগ করেন। বাঁ-হাতি এই স্পিনার নয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন। বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিতে দারুণ ভূমিকা রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী কিউই ক্রিকেটার আদি অশোক। তিনি ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নেন। বেন লিস্টার, জাইডেন লিনক্স ও ডিন ফক্সক্রফট দুটি করে উইকেট নেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা

 আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!

হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।

আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫

চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।

১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।

বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ