পর্তুগালের নাম্বার সেভেনে ক্রিস্টিয়ানো জুনিয়রের অভিষেক
Published: 13th, May 2025 GMT
পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের জার্সিতে অভিষেক হয়ে গেছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। মঙ্গলবার জাপান অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে তার অভিষেকে ৪-১ গোলে জিতেছে পর্তুগালের বয়সভিত্তিক দল। তবে ক্রিস্টিয়ানো জুনিয়র কোন গোল করতে পারেনি।
ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের অভিষেক ম্যাচে আলো কেড়েছে রদ্রিগো কাবরাল। সে ম্যাচের ৪৯ মিনিটে হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলে এগিয়ে নেয়। ৭৩ মিনিটে ৪-০ গোলের লিড নেয় পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। ৮২ মিনিটে জাপানের কিশোররা এক গোল শোধ করে।
বিশ্ব ফুটবলে নাম্বার সেভেন জার্সিকে অনন্য পর্যায়ে নিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাবার মতো ক্রিস্টিয়ানো জুনিয়রও একাডেমিতে নাম্বার সেভেন পরে। দেশের হয়ে অভিষেকেও সাত নম্বার জার্সি পরার সুযোগ পায় সে। তবে শুরুর একাদশে জায়গা হয়নি তার। বদলি হয়ে ৫৩ মিনিটে মাঠে নামে।
ছেলের অভিষেক অবশ্য মাঠে থাকা হয়নি রোনালদোর। তবে ক্রিস্টিয়ানো জুনিয়রের দাদি অর্থাৎ রোনালদোর মা মারিয়া দোলোরেস মাঠে উপস্থিত ছিলেন।
ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স ১৪ বছর। আল নাসরের একাডেমিতে খেলে সে। বয়সের তুলনায় দারুণ উচ্চতা তার। ফিটনেসও চোখে পড়ার মতো। খেলে ফরোয়ার্ড লাইনে। রোনালদো জুনিয়রের স্পেন, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সুযোগ আছে। তবে সে পর্তুগালকে বেছে নিয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ত গ ল
এছাড়াও পড়ুন:
সেনা ক্যাম্পের সহায়তা পেতে মুঠোফোন নম্বর হালনাগাদ
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ক্যাম্প থেকে সহায়তার জন্য যেসব মুঠোফোন নম্বর দেওয়া হয়েছিল, সেগুলো হালনাগাদ করা হয়েছে। সহায়তা পেতে এখন থেকে এসব নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে নিকটের সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
গাজীপুর, কোনাবাড়ী, পুবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, কাপাসিয়া, কালীগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ ও গজারিয়া থেকে যোগাযোগের নম্বর ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০ ও ০১৭৬৯০৯১০২০।
ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর রেলস্টেশন, শাহজাহানপুর, কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী থেকে যোগাযোগের নম্বর ০১৭৬৯০৯২৪২৮, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০ ও ০১৭৬৯-০৯১০২০।
সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, গাজীপুর, মৌচাক ও মানিকগঞ্জ থেকে যোগাযোগের নম্বর ০১৭৬৯০৯৫২০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০ ও ০১৭৬৯০৯১০২০।
ফরিদপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৯৩৫০৯, ০১৭৬৯০৯৫১৯৮, ০১৭৬৯০৯৫২৫০ ও ০১৭৬৯০৯১০২০।
বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখান, উত্তরা পূর্ব থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০২৫৭৬৬, ০১৭৬৯০২৫৭৬৯, ০১৭৬৯০২৫৮৬৫ ও ০১৭৬৯০২৫৭৬৭।
মিরপুর মডেল থানা, মিরপুর ২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রূপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৫০৭১০, ০১৭৬৯০৫০৬৯৩, ০১৭৬৯০৫০৬৯৫ ও ০১৭৬৯০৫০৬৯৬।
উত্তরা তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৮২৮৩৬, ০১৩১৮৩৭১৫৫৪ ও ০১৩১৮৩৭১৫৫৫।
দারুস সালাম থানা ও শাহ আলী থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৩৩৭০০, ০১৭৬৯০৩৩৭০২ ও ০১৭৬৯০৩৩৭০৪।
গুলশান, বনানী, ভাটারা ও বাড্ডা থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৫০২৮৩ ও ০১৭৬৯০১১৫৫৯।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা থেকে যোগাযোগের নম্বর ০১৭৬৯০৫৩১৪৪।
রামপুরা, সবুজবাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৫৩১৬৮।
ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাষানটেক থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০৫১৮২৫, ০১৭৬৯০১৯০৭৩ ও ০১৭৬৯০১৩২৩৬।
হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান ও নিউমার্কেট থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৮৯৭৯১৪৮৬২, ০১৮৯৭৯১৪৮৬৩, ০১৮৯৭৯১৪৮৬৪, ০১৮৯৭৯১৪৮৬৫, ০১৭৬৯০৫১৮৩৮ ও ০১৭৬৯০৫১৮৩৯।
শেরেবাংলা নগর, আদাবর ও মোহাম্মদপুর থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৮১৫৭৯৫৯৫১, ০১৭৬৯০৫৯৮৮৮, ০১৭৬৯০৫১৮৩৮ ও ০১৭৬৯০৫১৮৩৯।
তেজগাঁও থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০১৯৪০৯, ০১৭৬৯০১৯৪১৫, ০১৭৬৯০৫১৮৩৮ ও ০১৭৬৯০৫১৮৩৯।
লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থানা থেকে যোগাযোগের নম্বরগুলো হলো ০১৭৬৯০১৩৪৩৯, ০১৬১৯৮৩২০৬৯, ০১৭৬৯০৫১৮৩৮ ও ০১৭৬৯০৫১৮৩৯।