কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দিতে স্মারকলিপি
Published: 27th, May 2025 GMT
কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কলেজের একদল শিক্ষার্থী। স্মারকলিপিতে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা.
এর আগে হেফাজতে ইসলামের আলটিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা যায়।
নাদিরা ইয়াসমিন নরসিংদীতে নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তাঁর একটি সংগঠন আছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।
নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির খবর জানার পর এর প্রতিবাদ জানান কলেজের একদল শিক্ষার্থী। এরপর আজ দুপুরে কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদ আলম ও আবদুল্লাহ আল মামুন, অর্থনীতি বিভাগের ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যা বিভাগের ইমরান নাজির ও বাংলা বিভাগের শিক্ষার্থী শাওন হোসেনের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর তিন দফা জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।
আরও পড়ুনহেফাজতের আলটিমেটামের পর কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরায় বদলি২২ ঘণ্টা আগেদাবিগুলো হলো নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া; তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে সাতক্ষীরায় এমন কাউকে বদলি বা নিয়োগ না করা। শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের জানিয়েছেন, শিক্ষক নাদিরা ইয়াসমিন ডিজি অফিসে যোগদান করবেন ও তাঁর বেতনও হবে সেখান থেকে। শুধু তাঁকে সাতক্ষীরা সরকারি কলেজে পাঠদানের জন্য বলা হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি পাঠিয়ে দিচ্ছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, ‘যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।’
আরও পড়ুনকলেজশিক্ষক নাদিরার নিরাপত্তা নিশ্চিত করার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির২৪ মে ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ম রকল প কল জ র সরক র
এছাড়াও পড়ুন:
কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দিতে স্মারকলিপি
কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়ার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কলেজের একদল শিক্ষার্থী। স্মারকলিপিতে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানানো হয়।
আজ মঙ্গলবার বেলা একটার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহের কাছে প্রথম স্মারকলিপি দেন ওই শিক্ষার্থীরা। পরে বেলা দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের কাছে আরেকটি স্মারকলিপি দেওয়া হয়।
এর আগে হেফাজতে ইসলামের আলটিমেটামের পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়। গতকাল সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা যায়।
নাদিরা ইয়াসমিন নরসিংদীতে নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তাঁর একটি সংগঠন আছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম।
নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলির খবর জানার পর এর প্রতিবাদ জানান কলেজের একদল শিক্ষার্থী। এরপর আজ দুপুরে কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী বখতিয়ার হোসেন ও রবিউল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদ আলম ও আবদুল্লাহ আল মামুন, অর্থনীতি বিভাগের ঝুমা মারিয়াম, উদ্ভিদবিদ্যা বিভাগের ইমরান নাজির ও বাংলা বিভাগের শিক্ষার্থী শাওন হোসেনের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ ও জেলা প্রশাসক বরাবর তিন দফা জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।
আরও পড়ুনহেফাজতের আলটিমেটামের পর কলেজশিক্ষক নাদিরা ইয়াসমিনকে নরসিংদী থেকে সাতক্ষীরায় বদলি২২ ঘণ্টা আগেদাবিগুলো হলো নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে যোগদান করতে না দেওয়া; তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে সাতক্ষীরায় এমন কাউকে বদলি বা নিয়োগ না করা। শিক্ষার্থীদের দাবি, নাদিরা ইয়াসমিন ধর্ম নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলবে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহা. আল মুস্তানছির বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থীদের জানিয়েছেন, শিক্ষক নাদিরা ইয়াসমিন ডিজি অফিসে যোগদান করবেন ও তাঁর বেতনও হবে সেখান থেকে। শুধু তাঁকে সাতক্ষীরা সরকারি কলেজে পাঠদানের জন্য বলা হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিটি পাঠিয়ে দিচ্ছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, ‘যেহেতু বদলি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। তাই স্মারকলিপিটি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।’
আরও পড়ুনকলেজশিক্ষক নাদিরার নিরাপত্তা নিশ্চিত করার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির২৪ মে ২০২৫