বরিশালে জেলা ও মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুর করা হয়েছে। শনিবার রাতে একদল যুবক নগরের ফকিরবাড়ি সড়কে দলটির কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আটটার দিকে একদল লোক ফকিরবাড়ি সড়কের সিহাব ভিলার দ্বিতীয় তলায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায়। এ সময় সেখানে ভাঙচুর করা হয়।

জাতীয় পার্টির বরিশাল মহানগর আহ্বায়ক মহসিন উল ইসলাম বলেন, রাতের অন্ধকারে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে এসে দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালিয়েছে।
রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দলীয় কার্যালয়ের চেয়ার, টেবিল ও আলমারি ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এ ছাড়া দলীয় সাইনবোর্ডও ভেঙে ফেলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ভাঙচুর হয়েছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাতীয় পার্টি। এতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় একদল ব্যক্তি। এতে জাপার অন্তত ছয় নেতা-কর্মী আহত হন। এ সময় জাপার নেতা-কর্মীরা হামলাকারী এক যুবককে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর শ ল

এছাড়াও পড়ুন:

কত বেতন পান ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটাররা, কোহলিদের সঙ্গে কত ব্যবধান

ভারতের নারী ক্রিকেট দলের খেলোয়াড়েরা এখন দেশটির সবচেয়ে বড় তারকা। নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর গোটা ভারত মেতে উঠেছে উৎসবে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে এসেছে এক ঐতিহাসিক জয়, আইসিসির মেয়েদের টুর্নামেন্টে প্রথম বিশ্বকাপ জিতেছে ভারত।

গত রোববার নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত লিখেছে নতুন ইতিহাস। এই জয় শুধু একটি ট্রফি নয়, দেশটির কোটি নারীর জন্য এক অনুপ্রেরণা হিসেবেও মনে করা হচ্ছে।

এই আলোচনার ভেতরেই উঠছে আরেকটা প্রশ্ন—নারী ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যে বেতনকাঠামো, সেটি কেমন? পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্যই বা কতটা?

আরও পড়ুনজাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি০৩ নভেম্বর ২০২৫

বিসিসিআই ২০২৫ সালের ২৪ মার্চ প্রকাশ করেছে অ্যানুয়াল প্লেয়ার রিটেইনারশিপ ২০২৪-২৫ (টিম ইন্ডিয়া সিনিয়র উইমেন) তালিকা। সেখানে দেখা যাচ্ছে, নারী ক্রিকেটারদের বেতন তিন ভাগে ভাগ করা হয়েছে—‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণিতে।

ভারত নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় দুই তারকা হারমানপ্রীত কৌর (বাঁয়ে) ও স্মৃতি মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ