কানাডার এক শান্ত ও নির্মল লেকের মধ্যে হঠাৎ থমকে গেল দুই বন্ধুর জীবন। একজন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উজ্জ্বল নক্ষত্র আবদুল্লাহ হিল রাকিব। অন্যজন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু। 

টিম গ্রুপের এমডি এবং বিজিএমইএর সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব ছিলেন অনেক তরুণ উদ্যোক্তার কাছে আলোর দিশারি। ৯ জুন কানাডার স্থানীয় সময় বিকেলে দেশটির অন্টারিও প্রদেশের স্টারজিয়ন লেকে ছেলে মাহির দেওয়ান ও বন্ধুর সঙ্গে ভ্রমণে গিয়ে ক্যানু (সরু লম্বা ছোট্ট নৌকা) উল্টে শেষ হয়ে যায় সেই অভিযাত্রা। ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও গুড্ডুসহ তলিয়ে যান রাকিব। 

ঈদের মাত্র তিন দিন আগে সামাজিক মাধ্যমে রাকিব লিখেছিলেন, ‘ত্যাগেই জয় হোক মনের অন্ধকার। প্রতিটি হৃদয় ভরে উঠুক খুশি আর ভালোবাসায়।’ এই এক লাইনে যেন আটকে আছে তাঁর সমগ্র জীবনদর্শন। আগামী শুক্রবার রাতে দেশে ফিরবে তাঁর নিথর দেহ। পরদিন বনানীর মাটিতে চিরশয্যায় শায়িত হবেন তিনি। কানাডার টরন্টোতে সুন্নাতে জামাত মসজিদে হবে প্রথম জানাজা। 

জানা যায়, ক্যাপ্টেন সাইফুজ্জামান ঈদের আগে ৩০৫ ড্রিমলাইনার ফ্লাইটে কানাডায় যান। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছোট মেয়ে। বন্ধু রাকিবও একই ফ্লাইটে ছিলেন। আজ বুধবার তাদের ফেরার কথা ছিল। তারা ঈদ উদযাপনের জন্য একটি কটেজে উঠেছিলেন। দুর্ঘটনার আগে  সাইফুজ্জামানের স্ত্রী এবং মেয়ে তাদের নৌকা ভ্রমণের দৃশ্য ভিডিও করছিলেন। রাকিবের ছেলে ছিলেন নৌকাভ্রমণে। হঠাৎ নৌকা উল্টে যায়। 

সাইফুজ্জামানের বন্ধু ক্যাপ্টেন মুহাম্মদ ওয়াহিদ উন নবী ফেসবুকে লিখেছেন, ‘মেয়েকে দেখতে সপরিবার কানাডা গিয়েছিল সাইফুজ্জামান। লেকে ঘুরতে গিয়ে ক্যানু বোট উল্টে পাড়ের ১০ থেকে ১৫ ফুট দূরে পরিবারের সামনেই মারা যান। ক্যানু বোটে কোমর পর্যন্ত পা ভেতরে ঢোকানো থাকে। আর উল্টে গেলে তাৎক্ষণিক বের হওয়ার টেকনিক আলাদা, তাই হয়তো দু’জন বুঝে উঠতে পারেনি। দু’জনেই ভালো সাঁতার জানত, তবুও চলে গেল না ফেরার দেশে। সাইফুজ্জামান আমাদের কোর্সের বেস্ট পাইলট (সেরা বৈমানিক) ছিল। খুবই অমায়িক ও ভালো মনের মানুষ ছিল।’ 

সাইফুজ্জামানের স্ত্রীর বরাত দিয়ে বিমানের টরন্টো অফিসের স্টেশন ম্যানেজার মশিকুর রহমান এক ফেসবুক পোস্টে লেখেন, ‘তার (সাইফুজ্জামান) অসহায় স্ত্রী-কন্যারা লেকের তীরেই দাঁড়িয়ে ছিল! চোখের পলকে ডুবে গেল! সে সাঁতার জানত! এর আগে বহুবার জলের সাথে সে আনন্দ করেছে! উদ্ধারকারী দল মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে এলো! কিন্তু বাঁচাতে পারল না!’ 

প্রয়াত রাকিবের ভাই এবং টিম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব জানান, ১৪ জুন সকাল ১০টায় উত্তরায় বিজিএমইএ ভবনে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে একই দিন বাদ জোহর আনুমানিক বেলা ২টায় মরহুমের আবাসস্থল বনানী ডিওএইচএস মাঠে। এরপর তাঁকে বিমানবাহিনীর শাহীন কবরস্থানে সমাহিত করা হবে। তবে এখন পর্যন্ত কানাডায় মৃত্যু সনদ না পাওয়ার কারণে উল্লিখিত সময়ের পরিবর্তন হতে পারে। 

এদিকে ক্যাপ্টেন সাইফুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ছাড়া রাকিবের মৃত্যুতে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাবেক সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 

টিম গ্রুপের সাসটেনবিলিটি বিভাগের প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন সমকালকে বলেন, ‘স্যার (রাকিব) ছিলেন আপাদমস্তক একজন মানবিক মানুষ। টিম গ্রুপে যোগদানের আগে বিজিএমইএতে যুগ্ম সচিব হিসেবে কাজ করতে গিয়ে দেখেছি, তিনি কখনও নিজের স্বার্থে কাজ করতেন না। পুরো পোশাক খাতের ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কাজ করতেন। ব্যবসায় ভীষণ সাহস দরকার, যা তাঁর ছিল। ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রতিষ্ঠান চালিয়েছেন একটি সিস্টেমের মাধ্যমে।’
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১

আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে নারী সদস্য রয়েছেন মাত্র ১১ জন। যা শতকরা হিসেবে তাদের অংশগ্রহণের হার মাত্র ২.৬২ শতাংশ।

এর মধ্যে, সহ-সভাপতি পদে একজন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে একজন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে একজন, মানবাধিকার সম্পাদক পদে একজন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে একজন, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে একজন এবং সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে দুইজন।

আরো পড়ুন:

বগুড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে মারধর-তালাক, অন্যজনের সঙ্গে বিয়ে

বুধবার (২৯ অক্টোবর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৬০ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক ৬৩ জন, সহ-সাংগঠনিক সম্পাদক ৬৪ জন এবং সদস্য রয়েছেন ৬২ জন।

এর আগে, ২০২৩ সালের আগস্ট মাসে মো. আলাউদ্দিন মহসিনকে সভাপতি ও আবদুল্লাহ আল নোমানকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি পায় চবি ছাত্রদল। এরপর নানা জটিলতা ও সাংগঠনিক স্থবিরতায় ২ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি সংগঠনটি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষে ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, একটি কমিটির মেয়াদ থাকে সর্বোচ্চ ২ বছর। সেখানে চবি ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর কমিটি পূর্ণাঙ্গ করেছে কেন্দ্রীয় সংসদ।

এদিকে, গত ১২ অক্টোবর চাকসু নির্বাচনের আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতির পদ থেকে মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সংগঠনের সদস্য পদসহ স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতির পদটি শূন্য রয়েছে।

পূর্বের আংশিক কমিটিতে সভাপতি ছিলেন মো. আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। পূর্ণাঙ্গ কমিটিতেও তারা একই পদে বহাল আছেন।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির
  • কর্মদিবসের শেষ দিনে প্রধান শিক্ষকের মৃত্যু
  • প্রশিক্ষকদের দায়িত্বে উদাসীনতাসহ যেসব অসংগতি উঠে এল প্রাথমিক তদন্তে
  • চবি ছাত্রদলের ৪২০ জনের কমিটিতে নারী মাত্র ১১