বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিদ্দিক উল্লাহ মিয়ার গণসংযোগ
Published: 12th, June 2025 GMT
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনে গণসংযোগ শুরু করেছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া গত শুক্রবার ঢাকা থেকে ভোলায় পৌঁছান। এ সময় নির্বাচনী এলাকার শত শত শত মানুষ মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে এসে তাঁকে বরণ করে নেন। পরে তিনি চরফ্যাশনের দুলারহাটে তাঁর জন্মস্থানে যান। তারপর তিনি সেখানে পথসভা করেন।
ঈদের দিন ছিদ্দিক উল্লাহ মিয়া দুলারহাট থানার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তার পর থেকে উপজেলার আনজুরহাট, হাজিরহাট, দক্ষিণ আইচা, চেয়ারম্যান বাজার, কাশেমগঞ্জ, রোদেরহাট, জনতার বাজার, ভুঁইয়ারহাট, বেড়িবাঁধসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি তিনি বিএনপির প্রয়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন।
চরফ্যাশন উপজেলার প্রায় ১৫টি ইউনিয়নে গণসংযোগের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাসংবলিত প্রচারপত্র বিতরণ করেন ছিদ্দিক উল্লাহ মিয়া। প্রচারপত্র বিতরণের সময় তিনি চরফ্যাশনবাসীর নানা সমস্যার কথা শোনেন।
ছিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশনের নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ ছাড়া তিনি দুলারহাটের উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, দুলারহাট উপস্বাস্থ্যকেন্দ্রকে ২৫ শয্যা হাসপাতালে উন্নীত করার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
ছিদ্দিক উল্লাহ মিয়া আজ বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা–কর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী সভা করেন।
১০ জুন ছিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশনের ঘোষেরহাটে যান। সেখানে মতবিনিময় সভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘এই উপস্থিতি, মানুষের এত উৎসাহ, এই আস্থা প্রমাণ করে দেয়, মানুষ পরিবর্তন চায়। তাই নতুনের পেছনে এত স্রোত। আপনাদের এই ভালোবাসা, এই সমর্থনই, আমাদের আগামীতে পথচলার প্রেরণা। নতুন কিছু হবে আপনাদের নিয়েই, আপনাদের জন্যই সামনে চলব। চলুন! একসাথে গড়ি এক নতুন ভবিষ্যৎ।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ছ দ দ ক উল ল হ ম য দ ল রহ ট উপজ ল র ব এনপ র গণস য গ
এছাড়াও পড়ুন:
গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আদিবা হোসেন
সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা হয়, এমন বাংলাদেশ বিএনপি গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সৈয়দা আদিবা হোসেন। তিনি বলেন, নতুন প্রজন্ম চায় দুর্নীতি বন্ধ হোক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক। জাতি চায় সত্যিকারের সংস্কার। সত্যিকারের সংস্কার হবে জনগণের মাধ্যমে।
আজ শনিবার বিকেল পাঁচটার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মুকামবাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। স্থানীয় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সৈয়দা আদিবা হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করে বলেন, ‘আমার বাবা প্রয়াত সৈয়দ মকবুল হোসেন লিচু মিয়া এ আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকাবাসীর জন্য নিঃস্বার্থ কাজ করেছেন। আমি তাঁর পথ অনুসরণ করে ধানের শীষের আদর্শে জনগণের জন্য কাজ করতে চাই।’
সামাজিক, সাম্প্রদায়িক ও রাজনৈতিক সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে আদিবা হোসেন বলেন, ‘আমাদের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা—সব দিক দিয়েই অনেক কাজ করতে হবে। আমরা একটা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সর্বস্তরের মানুষের নাগরিক অধিকার রক্ষা হবে। সেই লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সারা দেশে কাজ করছে।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দা আদিবা হোসেনের প্রয়াত বাবা এই অঞ্চলের উন্নয়নে কাজ করেছেন। তাঁরই রাজনৈতিক উত্তরসূরি সৈয়দা আদিবা হোসেন দীর্ঘদিন ধরে এখানকার গ্রাম, হাটে ঘুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এখন দুই উপজেলার প্রতিটি ঘরে গিয়ে তিনি বিএনপির ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলছেন। তৃণমূল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংহত রাখতেও তিনি কাজ করছেন। জনবান্ধব এই নেত্রীকেই আগামী নির্বাচনে দল মনোনয়ন দেবে বলে কর্মী-সমর্থকেরা বিশ্বাস করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সহসভাপতি আবদুল কাদির সেলিম, আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহেল আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ আহমেদ, আলীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন আহমেদ, লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ।