‘নাসীরুদ্দীন আলোচনায় আসতে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন’
Published: 31st, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসতে চাইছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
রফিকুল আলম মজনু বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের নিয়ে মন্তব্য করা শোভন নয়। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী বহুবার আমাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন, তিনি আলোচনায় আসার জন্য এ ধরনের কথাবার্তা বলছেন। বিএনপি নতুন কোনো দল নয়, তাকে এটা বুঝতে হবে।’’
বুধবার (৩০ জুলাই) রাতে ফেনী শহরের শান্তি কোম্পানি রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মজনুর বাড়ি ফেনী জেলায়।
আরো পড়ুন:
জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু
রফিকুল আলম মজনু বলেন, ‘‘অনেকে মনে করেন এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাস্তবে বিএনপি গত ১৬ বছর ধরে অপশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। জুলাই-আগস্টের আন্দোলন তারই ধারাবাহিকতা।’’
খালেদা জিয়ার ফেনী-১ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে মজনু বলেন, ‘‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। ফেনী-১ তার ঐতিহ্যবাহী আসন। তার সুস্থতা কামনা করি। ইনশাআল্লাহ তিনি ফিরে এসে এখান থেকে নির্বাচন করবেন। এটি ম্যাডামের আসন, এ নিয়ে বিতর্কের কিছু নেই।’’
তিনি বলেন, ‘‘আমি ২০১৮ সাল থেকে ম্যাডামের প্রতিনিধি হিসেবে ফেনী-১ আসনে দায়িত্ব পালন করছি। এখানকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে আমরা অনেক দূর এগিয়েছি। নির্বাচনে ফলাফলই বলে দেবে কতটা সুসংগঠিত হয়েছে এই আসন।’’
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আশাবাদ ব্যক্ত করে রফিকুল আলম মজনু আরো বলেন, ‘‘যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন, আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।’’
তিনি বলেন, ‘‘মানুষ অনেক দিন ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। আমরাও সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করব।’’
ঢাকা/সাহাব/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ এনস প ব এনপ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন