‘নাসীরুদ্দীন আলোচনায় আসতে বিতর্কিত বক্তব্য দিচ্ছেন’
Published: 31st, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি নেতাদের নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসতে চাইছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
রফিকুল আলম মজনু বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের নিয়ে মন্তব্য করা শোভন নয়। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারী বহুবার আমাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন, তিনি আলোচনায় আসার জন্য এ ধরনের কথাবার্তা বলছেন। বিএনপি নতুন কোনো দল নয়, তাকে এটা বুঝতে হবে।’’
বুধবার (৩০ জুলাই) রাতে ফেনী শহরের শান্তি কোম্পানি রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। মজনুর বাড়ি ফেনী জেলায়।
আরো পড়ুন:
জুলাই আন্দোলনকে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়াবেন না: টুকু
অনির্বাচিত সরকারে দেশ পিছিয়ে যাচ্ছে: আমীর খসরু
রফিকুল আলম মজনু বলেন, ‘‘অনেকে মনে করেন এক মাসের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে। বাস্তবে বিএনপি গত ১৬ বছর ধরে অপশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে। জুলাই-আগস্টের আন্দোলন তারই ধারাবাহিকতা।’’
খালেদা জিয়ার ফেনী-১ আসন থেকে নির্বাচন করার সম্ভাবনা নিয়ে মজনু বলেন, ‘‘বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। ফেনী-১ তার ঐতিহ্যবাহী আসন। তার সুস্থতা কামনা করি। ইনশাআল্লাহ তিনি ফিরে এসে এখান থেকে নির্বাচন করবেন। এটি ম্যাডামের আসন, এ নিয়ে বিতর্কের কিছু নেই।’’
তিনি বলেন, ‘‘আমি ২০১৮ সাল থেকে ম্যাডামের প্রতিনিধি হিসেবে ফেনী-১ আসনে দায়িত্ব পালন করছি। এখানকার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে আমরা অনেক দূর এগিয়েছি। নির্বাচনে ফলাফলই বলে দেবে কতটা সুসংগঠিত হয়েছে এই আসন।’’
নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আশাবাদ ব্যক্ত করে রফিকুল আলম মজনু আরো বলেন, ‘‘যেহেতু প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে ইতিবাচক বক্তব্য দিয়েছেন, আমরা আশাবাদী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।’’
তিনি বলেন, ‘‘মানুষ অনেক দিন ধরে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে। আমরাও সেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এবং প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করব।’’
ঢাকা/সাহাব/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ এনস প ব এনপ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//