লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে কালোমুখ হনুমানের দল
Published: 10th, July 2025 GMT
খুলনার ডুমুরিয়ায় হঠাৎ করেই দেখা দিয়েছে ১৫ সদস্যের কালোমুখ হনুমানের একটি দল। গতকাল বৃহস্পতিবার সকালে হনুমানের দলটিকে দেখা যায়। স্থানীয় লোকজনের ধারণা, টানা বর্ষণের কারণে খাবার সংকটে যশোরের কেশবপুর থেকে হনুমানগুলো এই এলাকায় চলে আসে।
উপজেলার খর্নিয়া বাজারের মহাসড়কের পাশে একটি টিনের চালায় প্রথম দেখা যায় হনুমানের দলটিকে। এর মধ্যে বেশ কয়েকটি শাবকও রয়েছে। তবে বাজারের লোকজন জানিয়েছেন, মানুষ কোনো খাবার দিলে সেগুলো নিচ্ছে না হনুমানেরা। উল্টো তারা খাবারের দোকানে হানা দিচ্ছে। বাগানে ঢুকে পেয়ারা, কলা, আমড়া, বেগুনসহ অন্যান্য সবজিক্ষেত নষ্ট করছে।
খর্নিয়ার বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে হনুমানের দলটি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশ ঘেঁষে শোভনা ও শৈলগাতিয়া সড়ক, ইউনিয়ন পরিষদ ভবন এলাকায় ঘোরাফেরা করছে। মাঝেমধ্যেই এগুলো দোকানপাট থেকে রুটি, কলা ও বিস্কুট ছিনিয়ে নিচ্ছে।
খর্নিয়া বাজারের চা দোকানি জাহাতাব হোসেন জানান, প্রাণীগুলোকে খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। তবে মানুষের দেওয়া খাবার হনুমানগুলো খাচ্ছে না। বরং মুখ নিচে নামিয়ে নিচ্ছে। এক সপ্তাহের টানা বৃষ্টিতে খাদ্য সংকটে পড়েই হনুমানগুলো এ এলাকায় আসতে পারে।
একই রকম মন্তব্য করেন ডুমুরিয়ার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চাঁদপুরে খতিবকে কুপিয়ে জখম
চাঁদপুর শহরের প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে (৭৫) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৪০) ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
আহত মাওলানা নুরুর রহমানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া বলেন, শুক্রবার মাওলানা নুরুর রহমান জুমা শেষে মসজিদে অবস্থান করছিলেন। এ সময় মসজিদের পাশের সবজি দোকানি বিল্লালও সেখানে ছিলেন। হঠাৎ বিল্লাল একটি চাপাতি নিয়ে মাওলানা নুরুর রহমানের শরীরে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন বিল্লালকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
এ ব্যাপারে মাওলানা নুরুর রহমানের ভায়রা অলিউর রহমান বলেন, জুমার নামাজের আগে আলোচনার সময় বিল্লাল হোসেন বাধার সৃষ্টি করেন। এরপর নামাজ শেষে এ হামলার ঘটনা ঘটে।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, ‘আমরা অভিযুক্তকে আটক করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’