নিরঞ্জনের ‘নিরাপদ’ আম সুবাস ছড়াচ্ছে ইউরোপে
Published: 10th, July 2025 GMT
হাকিমপুরে নিরঞ্জন সরকারের বাগানের ‘নিরাপদ’ আম দেশের সীমানা ছাড়িয়ে সুবাস ছড়াচ্ছে ইউরোপেও। এরই মধ্যে তাঁর গ্যাব পদ্ধতিতে উৎপাদিত আম ইতালিতে রপ্তানি হয়েছে। দামও পাচ্ছেন ভালো। শুরুর দিকে বাগান করে তেমন সুবিধা করতে না পারলেও এখন লাভের অঙ্কটা দ্বিগুণ।
হাকিমপুরের গোহাড়া গ্রামের যুবক নিরঞ্জন সরকার ২০১৮ সালে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। কিছু একটা করতে হবে সেই ভাবনা থেকে পৈতৃক সূত্রে পাওয়া ১৭৫ শতক জমিতে গড়ে তোলেন আমবাগান। প্রথমে ৪৫০টি আম্রপালি, বারি-৪ ও গৌড়মতী জাতের আমের চারা রোপণ করেন। এর মধ্যে ৪০টি চারা গাছ নষ্ট হয়। পরের বছর ৪১০টি গাছে আম ধরতে শুরু করে। খরচ বাদে বছরে আয় হতো দেড় থেকে ২ লাখ টাকা। চলতি বছর কৃষি বিভাগের পরামর্শে গ্যাপ পদ্ধতিতে (উন্নত কৃষি পরিচর্যা-গুড এগ্রিকালচারাল প্র্যাক্টিসেস) আম উৎপাদন শুরু করেন। ফলন ভালো হয়েছে। ৩ লাখ টাকার আম বিক্রি করেছেন। আরও ৩ লাখ টাকার আম রয়েছে বাগানে।
নিরঞ্জন সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পদ্ধতিতে আম চাষ করতে প্রথমে বাগানের মাটি, পানি ও ফল সংগ্রহ করে এমআরএল (ক্ষতিকর রাসায়নিক পদার্থের মাত্রা) পরীক্ষার জন্য গাজীপুরে পাঠান নিরঞ্জন। ফলাফল ভালো এলে শুরু করেন গ্যাপ পদ্ধতিতে আম চাষ। এতে দ্বিগুণ ফলন হয়। আম দেখতেও নজরকাড়া। স্থানীয় পাইকাড়রা বাগান থেকেই আম কিনে নিয়ে যান। প্রতি কেজি আম্রপালি ও বারি-৪ জাতের আম বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। গৌড়মতী জাতের আম ৪০ টাকা কেজি। এ বছর ইতালিতে ৪৫০ কেজি আম রপ্তানি করেছেন তিনি। চলতি মাসে আবারও সেখানে আম পাঠানো হবে।
নওগাঁ জেলার ধামইরহাট থেকে আমবাগান দেখতে আসা বেকার যুবক সোহেল রানা বলেন, ফেসবুকে নিরঞ্জন সরকারের বাগান সম্পর্কে জেনেছি। এর পর সিদ্ধান্ত নিই, আম চাষ করব। তাই বাগান দেখতে আসা। ভালো লেগেছে। ছোট পরিসরে হলেও গ্যাপ পদ্ধতিতে আম চাষ শুরু করব, ভাবছি।
নিরঞ্জনের প্রতিবেশী বিমল চন্দ্র জানান, নিরঞ্জন দাদা পরিশ্রম করে সফলতার মুখ দেখেছেন। তাঁর বাগানের আম বিদেশে রপ্তানি হচ্ছে। এটা আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়।
আমচাষি নিরঞ্জন সরকার বলেন, শুরুটা খুব সহজ ছিল না। কিন্তু ধৈর্য ধরে লেগে ছিলাম। এখন ভালো ফল পাচ্ছি। মানসম্মত হওয়ায় পাইকাররা বাগান থেকেই আম কিনে নিয়ে যাচ্ছেন। সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ইতালিতে ৪৫০ কেজি আম রপ্তানি করেছি। এ মাসের মাঝের দিকে আরও রপ্তানি করব।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, উপজেলায় প্রথমবারের মতো কৃষক নিরঞ্জনের হাত ধরে গ্যাপ পদ্ধতিতে আম চাষ করা হয়। তিনি সফল হয়েছেন। মানসম্মত হওয়ায় তাঁর বাগানের আম ইউরোপে রপ্তানি হচ্ছে। তাঁকে দেখে অনেক কৃষক এ পদ্ধতিতে আম চাষে আগ্রহী হয়েছেন। তাদের উৎসাহ দিতে নিয়মিত উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফের রুপালি পর্দায় তানিয়া বৃষ্টি
ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অভিনয় গুণে দর্শকের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন। তবে টিভি নাটকের কাজ নিয়েই অধিক ব্যস্ত সময় পার করেন। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।
২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানিয়া বৃষ্টির। ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। সেই ধারাবাহিকতায় এবার তিনি যুক্ত হচ্ছেন রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়।
আরো পড়ুন:
সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী
বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
পরিচালক রায়হান খান বলেন, “ট্রাইব্যুনাল’ অসাধারণ গল্পের সিনেমা। আমি বিশ্বাস করি, এই সিনেমা দর্শকদের মনে নাড়া দেবে। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি কোর্টরুম ড্রামা, যার মধ্যে রয়েছে তীব্র ক্রাইম থ্রিলারের ছোঁয়া। গল্পটি ঘুরে দাঁড়ায় ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতি ঘিরে।”
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটির গল্প। গম্ভীর এক চরিত্রে দেখা যাবে তানিয়া বৃষ্টিকে। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, মৌসুমী হামিদ, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সায়রা আক্তার জাহান প্রমুখ।
ঢাকা/রাহাত/শান্ত