মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপের ফলে লক্ষ্যবস্তু ব্যক্তিদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা পেতে বাধা দেওয়া হচ্ছে, যদিও এটি কোনও নির্দিষ্ট ব্যক্তির তালিকা দেয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণতি আরোপ করা এবং পিএলও ও পিএকে তাদের প্রতিশ্রুতি মেনে না চলার এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করার জন্য জবাবদিহি করতে” এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুটি ফিলিস্তিনি দল ‘ইসরায়েলের সাথে তাদের সংঘাতকে আন্তর্জাতিকীকরণের জন্য পদক্ষেপ নিয়েছে’ যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতও রয়েছে এবং উভয়ই ‘সন্ত্রাসবাদকে সমর্থন করে চলেছে।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে তাৎক্ষণিকভাবে মন্তব্য করা যায়নি।

গাজা যুদ্ধের কারণে ইসরায়েল ক্রমবর্ধমান বিশ্ব চাপের সম্মুখীন হচ্ছে। বেশ কয়েকটি পশ্চিমা শক্তি জানিয়েছে যে তারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র

এছাড়াও পড়ুন:

ফখরুলের কণ্ঠ নকল, সতর্ক করল বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: ফখরুল

ঐক্যের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই: ফখরুল

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কুচক্রি মহল পুরোনো প্রেস কনফারেন্সের ছবি ও বক্তব্য এডিট করে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে মির্জা ফখরুলের কণ্ঠ নকল করেছে। তারপর তা গণমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

ভিডিওতে দেখানো হচ্ছে, বিএনপি মহাসচিব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের এমপি প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছেন। বিএনপি বলছে, এই ভিডিও পুরোপুরি বানোয়াট ও ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই কুচক্রি মহল ভিডিও প্রচার করছে। দেশের মানুষ, দলীয় নেতাকর্মী এবং এমপি মনোনয়ন প্রত্যাশীদের এ ধরনের এডিট করা ভিডিও দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছে বিএনপি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ