জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল
Published: 31st, July 2025 GMT
দীর্ঘদিন অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডাস্টবিনগুলো নিজের উদ্যোগে পরিষ্কার ও সংস্কার করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ডাস্টবিন পরিষ্কার ও সংস্কারের কাজ সম্পন্ন করেন।
সংস্কার কাজে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
আরো পড়ুন:
রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা
প্রার্থীদের ডোপ টেস্টের বিধান রেখে রাকসুর আচরণবিধি প্রকাশ
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা ডাস্টবিনগুলো ভাঙা ও ময়লায় পরিপূর্ণ থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে যত্রতত্র ময়লা ফেলতে বাধ্য হতেন তারা, যা ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছিল।
এ সম্পর্কে যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, “ডাস্টবিনগুলো নষ্ট থাকায় শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা ফেলছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এগুলো মেরামত ও পরিষ্কার করেছি।”
শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে। বক্তৃতা ও মিছিলের পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক মঙ্গলের দিকেও আমাদের দৃষ্টি থাকে।”
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা। যাতে সবাই একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উপভোগ করতে পারে, সেদিকেই আমরা নজর দিচ্ছি।”
ছাত্রদলের এই ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
ঢাকা/লিমন/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র আহ ব য ক
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন