দীর্ঘদিন অচল ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডাস্টবিনগুলো নিজের উদ্যোগে পরিষ্কার ও সংস্কার করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ডাস্টবিন পরিষ্কার ও সংস্কারের কাজ সম্পন্ন করেন।

সংস্কার কাজে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

আরো পড়ুন:

রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা

প্রার্থীদের ডোপ টেস্টের বিধান রেখে রাকসুর আচরণবিধি প্রকাশ

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে থাকা ডাস্টবিনগুলো ভাঙা ও ময়লায় পরিপূর্ণ থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে যত্রতত্র ময়লা ফেলতে বাধ্য হতেন তারা, যা ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছিল।

এ সম্পর্কে যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, “ডাস্টবিনগুলো নষ্ট থাকায় শিক্ষার্থীরা যেখানে-সেখানে ময়লা ফেলছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এগুলো মেরামত ও পরিষ্কার করেছি।”

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে। বক্তৃতা ও মিছিলের পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক মঙ্গলের দিকেও আমাদের দৃষ্টি থাকে।”

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কল্যাণ করা। যাতে সবাই একটি সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ উপভোগ করতে পারে, সেদিকেই আমরা নজর দিচ্ছি।”

ছাত্রদলের এই ব্যতিক্রমী ও গঠনমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল ছ ত রদল র আহ ব য ক

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ