‘রংপুরের ৩৩ আসনে জিততে কাজ করছে জামায়াত’
Published: 21st, June 2025 GMT
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক আবদুল হালিম বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ৩৩টি আসনে জিততে কাজ করছে জামায়াত। সব আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছি। আসনগুলোতে জেতার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
শুক্রবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি। রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভার আয়োজনের প্রস্তুতি নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
মাওলানা আবদুল হালিম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রংপুরে আগামী ৪ জুলাই জনসভার আয়োজন করতে যাচ্ছি। এ জনসভা সফল করার ক্ষেত্রে সব জনশক্তিকে জোরালো ভূমিকা পালন করতে হবে। ছাত্র-শ্রমিক, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জনসভা বাস্তবায়নে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান তিনি।
তিনি জানান, এ জনসভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগরী সেক্রেটারি একেএম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী ও আল-আমীন হাসান, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমানসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম ইসল ম
এছাড়াও পড়ুন:
কত বেতন পান ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটাররা, কোহলিদের সঙ্গে কত ব্যবধান
ভারতের নারী ক্রিকেট দলের খেলোয়াড়েরা এখন দেশটির সবচেয়ে বড় তারকা। নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর গোটা ভারত মেতে উঠেছে উৎসবে। দীর্ঘদিনের অপেক্ষা শেষে এসেছে এক ঐতিহাসিক জয়, আইসিসির মেয়েদের টুর্নামেন্টে প্রথম বিশ্বকাপ জিতেছে ভারত।
গত রোববার নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত লিখেছে নতুন ইতিহাস। এই জয় শুধু একটি ট্রফি নয়, দেশটির কোটি নারীর জন্য এক অনুপ্রেরণা হিসেবেও মনে করা হচ্ছে।
এই আলোচনার ভেতরেই উঠছে আরেকটা প্রশ্ন—নারী ক্রিকেটারদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) যে বেতনকাঠামো, সেটি কেমন? পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের পার্থক্যই বা কতটা?
আরও পড়ুনজাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি০৩ নভেম্বর ২০২৫বিসিসিআই ২০২৫ সালের ২৪ মার্চ প্রকাশ করেছে অ্যানুয়াল প্লেয়ার রিটেইনারশিপ ২০২৪-২৫ (টিম ইন্ডিয়া সিনিয়র উইমেন) তালিকা। সেখানে দেখা যাচ্ছে, নারী ক্রিকেটারদের বেতন তিন ভাগে ভাগ করা হয়েছে—‘এ’, ‘বি’ ও ‘সি’ শ্রেণিতে।
ভারত নারী ক্রিকেট দলের সবচেয়ে বড় দুই তারকা হারমানপ্রীত কৌর (বাঁয়ে) ও স্মৃতি মান্ধানা