জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় ফুল ‘শাপলা’কে দলীয় প্রতীক হিসেবে চায়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেওয়ার শেষদিন ছিল আজ। এদিন নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেয় কয়েক ডজন দল। বিকেলে আবেদন জমা দেয় নতুন রাজনৈতিক দল এনসিপিও।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিনটি মার্কার আবেদন করেছি। শাপলা, কলম ও মোবাইল। কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণ–অভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রামবাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভেতরে কাজ করব। নির্বাচনে অংশগ্রহণ করব।’

নিবন্ধনের জন্য ইসির শর্তের অধিক পূরণ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী, খুব দ্রুত সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে। নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।’

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘সেখানে আমরা

প্রবাসীদের ভোটাধিকার যেকোনো মূল্যে রক্ষা করার কথা বলেছি। কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে, সে বিষয়ে কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে দ্রুত সেটি করা হবে বলে জানিয়েছে।’

শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কমিশনের আইনগুলো আমরা পর্যালোচনা করেছি। দেখেছি সে আইনগুলোতে এ ধরনের কোনো বাধা বা নিষেধ নেই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সে ক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আবেদন করেছি। জাতীয় প্রতীকের একটা কথা এসেছে। জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়। শাপলা, দুই পাশে ধানের শীষবেষ্টিত পাটপাতা ও চারটি তারকা—এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সে ক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এ দুটিও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে। ফলে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন যে এখন জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে ঐকমত্যের ভিত্তিতে। ফলে আমাদের কাছে এখনো প্রধান অগ্রাধিকার হচ্ছে কিন্তু সংস্কার। ফলে সংস্কারের ওপর নির্ভর করেই নির্বাচনের বিষয়ে আমরা আসলে সিদ্ধান্ত নেব। আর এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র, সংস্কার, গণপরিষদ ও বিচারের রোডম্যাপ—সবকিছু মিলিয়েই আমাদের এই মুহূর্তের রাজনীতি।’

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন হ দ ইসল ম ন বন ধ ন র জন এনস প

এছাড়াও পড়ুন:

জুলাই আন্দোলন কোনো সমাপ্তি নয়, শুরু মাত্র: আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জুলাই কোনো অতীতের অধ্যায় নয়, এটি এখনো জীবন্ত। এটি একটি চলমান ইতিহাস।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “২০২৪ সালের জুলাই আমাদের দেখিয়ে দিয়েছে, যখন রাষ্ট্র হয়ে ওঠে এক ব্যক্তির স্বার্থরক্ষার যন্ত্র, তখন জনগণই হয়ে ওঠে চূড়ান্ত সিদ্ধান্তদাতা। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান, তারা যেন ভুলে না যান শেখ হাসিনার পরিণতি।”

আরো পড়ুন:

আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তিনি আরো বলেন, “আজকের এই জনসভা প্রমাণ করে, আন্দোলন থেমে নেই। শুধু শাসক নয়, গোটা ব্যবস্থার মধ্যে যে ফ্যাসিবাদ গেঁথে গিয়েছিল, তার শিকড় উপড়ে ফেলার লড়াই এখনো চলছে।”

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্মরণ করে তিনি বলেন, “৫ আগস্ট মানে শুধু একটি দিন নয়, এটি একটি সংকল্প আর কোনো স্বৈরাচার নয়, আর কোনো একদলীয় রাজনীতি নয়।”

আসিফ বলেন, “আমরা দেখেছি, জনগণের শক্তির কাছে রাইফেল, গ্যাস, গুলি—সবই শেষ পর্যন্ত ব্যর্থ। ইতিহাস কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। হাসিনার পতনের এই ইতিহাস যেন আগামী প্রজন্মের জন্য সতর্কবার্তা হয়ে থাকে—ফ্যাসিবাদের পরিণতি কী হয়, তা তারা যেন ভুলে না যায়।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • অনিয়মের অভিযোগ আমলে নেওয়া হোক
  • জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থীদের অবমাননা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতি চরম অবহেলা
  • নির্বাচনের তারিখ ঘোষণা করায় কিছু উপদেষ্টার মন খারাপ: হাফিজ
  • তারেক রহমানের দিকে তাকিয়ে আছে দেশ: সেলিমা রহমান
  • জুলাই ঘোষণাপত্রের প্রতি পূর্ণ সমর্থন জাতীয় পার্টির
  • প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • গতানুগতিক পদ্ধতির নির্বাচন কোনো সুফল বয়ে আনবে না: তাহের
  • বিএনপির সাংবাদিক হওয়ার দরকার নেই, জনগণের সাংবাদিক হোন: আমীর খসরু
  • জনগণের ভোটাধিকার প্রয়োগের দোদুল্যমানতা কেটে গেছে: সালাহউদ্দিন
  • জুলাই আন্দোলন কোনো সমাপ্তি নয়, শুরু মাত্র: আসিফ মাহমুদ