আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে : যুবদল নেতা সাহেদ
Published: 22nd, October 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা সাহেদ আহমেদ বলেছেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। একটি অসাধু মহল ভুল তথ্য ছড়িয়ে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদল কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাহেদ।
তিনি বলেন,গত সোমবার (২০ অক্টোবর) খানপুর এলাকায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। অথচ ঘটনার সময় আমি ওই এলাকায় উপস্থিত ছিলাম না। পরে জানতে পারি, হানিফ নামে এক নাইট গার্ডকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সাহেদ আহমেদ বলেন, নিহতের পরিবার কিংবা সেই শিশুর পরিবার, যাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে হানিফকে হত্যা করা হয়েছিল বলে জানা যায় তারা কেউই আমার নাম উল্লেখ করে কোনো অভিযোগ বা বক্তব্য দেয়নি। তবুও কিছু অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।
এটি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে আমাকে হেয় করার অপচেষ্টা।
তিনি দাবি করেন, আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নই। যারা আমার নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি। একই সঙ্গে আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
অপপ্রচারের অংশ হিসেবে যে জোড়া ট্যাংকি মাঠ এর নাম উল্লেখ করা হচ্ছে, সেটি নিয়েও ব্যাখ্যা দেন সাহেদ। তিনি বলেন, জোড়া ট্যাংকি মাঠ এলাকায় এখন বিভিন্ন রেস্টুরেন্ট ও খেলার মাঠ গড়ে উঠেছে। অথচ সেই জায়গাটিকে কেন্দ্র করে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও অসত্য।
তিনি আরও বলেন, ঘটনার দিন রাতেই সদর থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের ধরতে অভিযান চলছে। তাই আমি মনে করি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত হোক—কিন্তু নির্দোষ কাউকে যেন হয়রানি না করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে সাহেদ আহমেদ বলেন, আমি নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে অনুরোধ করছি—আপনারা যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করুন। যাচাই ছাড়া প্রচারিত বিভ্রান্তিকর তথ্য সাধারণ মানুষের মনে ভুল ধারণা তৈরি করে এবং একজন রাজনৈতিক কর্মীর সুনাম ক্ষুণ্ণ করে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি বলেন, আমি এই মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সত্যের জয় হবেই এই বিশ্বাস নিয়েই আমি রাজনীতিতে এগিয়ে যেতে চাই।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ র জন ত
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত সানিকে দেখতে হাসপাতালে সাখাওয়াত-বদুসহ নেতৃবৃন্দ
শনিবার (৬ ডিসেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দেশের আলো পত্রিকার প্রকাশক-সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে শনিবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, হোসিয়ারী সমিতির সভাপতি ও বিএনপি নেতা বদিউজ্জামাল বদু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, বিএনপি নেতা কামাল হোসেন, বিএনপি নেতা আক্তার হোসেন খোকন সাহা, আনোয়ার মাহমুদ বকুল সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
নেতৃবৃন্দ সানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এ সময় হাসপাতাল কক্ষে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উপস্থিতি ও দোয়ায় সানি ও তার পরিবার বেশ উজ্জীবিত বোধ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, সানির শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে।