শেষটা জিতেও অ্যাটলেটিকোর বিদায়, ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে পিএসজি
Published: 24th, June 2025 GMT
ফিফা ক্লাব বিশ্বকাপে বি গ্রুপের নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তারা ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোকে। তবে এই জয়ও যথেষ্ট হয়নি নকআউট পর্বে যাওয়ার জন্য। পিএসজি ও বোতাফোগোর সমান ৬ পয়েন্ট নিয়েও টেবিলের তৃতীয় স্থানে থেকে বিদায় নিয়েছে তারা।
এদিকে দ্বিতীয় ম্যাচে বোতাফোগোর কাছে ১-০ গোলে হার মানা পিএসজি শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। তারা সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়েছে। এই জয়ে তারা বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে।
অ্যাটলেটিকোকে অবশ্য ঘাম ঝরিয়ে জিততে হয়েছে। পিএসজিকে হারের স্বাদ দেওয়া বোতাফোগো ৮৬ মিনিট পর্যন্ত আটকে রাখে স্পেনের দলটিকে। কিন্তু ৮৭ মিনিটে আঁতোয়ান গ্রিজমান গোল করে জয় নিশ্চিত করেন। কিন্তু এই জয়ও তাদের জায়গা দিতে পারেনি নকআউট পর্বে। অন্যদিকে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলোতে জায়গা পায় ব্রাজিলের ক্লাবটি।
আরো পড়ুন:
না জিতেও ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে মায়ামি
অনিশ্চয়তার মুখে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ
এদিকে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে দুই অর্ধে দুটি গোল করে ইউরোপ সেরা পিএসজি। ৩৫ মিনিটে কাভিচা কাভারাতসখেলিয়া গোল করে এগিয়ে নেন দলকে। আর ৬৬ মিনিটে আশরাফ হাকিমি গোল করে নিশ্চিত করেন ২-০ ব্যবধানের জয়।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল গ ল কর প এসজ
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে