ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে জয় পায়নি লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। আর এই ড্রয়ে তারা নকআউট পর্বে পা রেখেছে। অবশ্য পালমেইরাসও জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।

৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পালমেইরাস। আর সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে মায়ামি আছে দ্বিতীয় স্থানে।

আজ মায়ামির জন্য জয়টি একসময় নিশ্চিত মনে হচ্ছিল। কারণ, তখন তারা দুই গোলে এগিয়ে ছিল। তবে পালমেইরাস দারুণ কামব্যাকের মাধ্যমে ম্যাচটি সমতায় নিয়ে আসে এবং শেষ পর্যন্ত মায়ামিকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে।

আরো পড়ুন:

অনিশ্চয়তার মুখে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ

গোলবন্যায় শেষ ষোলোতে ম্যানসিটি

মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। এরপর দ্বিতীয়ার্ধে সুয়ারেজের গোলে ব্যবধান ২-০ করে ফেলে। কিন্তু পালমেইরাস ম্যাচের শেষভাগে গোল করে সমতা আনে। ৮০ মিনিটে পাউলিনহো এবং ৮৭ মিনিটে মাউরিসিও গোল করে মায়ামির লিডকে ভেঙে দেয়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল।

এদিকে, এই গ্রুপের অন্য ম্যাচে মিশরের আল আহলি ও পর্তুগালের এফসি পোর্তোর মধ্যে একটি জমজমাট গোলবন্যা হয়েছিল। কিন্তু ৪-৪ গোলের ড্রতে উভয় দলই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব শ বক প

এছাড়াও পড়ুন:

মাগুরা মাল্টিপ্লেক্সের মুনাফা কমেছে ১৩.৭২ শতাংশ

পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে আগের হিসাব বছরের তুলনায় কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ১৩.৭২ শতাংশ।

আরো পড়ুন:

পুঁজিবাজারে সূচকের উত্থান

প্রথম প্রান্তিকে ইউনিক হোটেল ও ইফাদ অটোসের মুনাফায় বড় উত্থান

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (১৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.০২ টাকা। সে হিসেবে কোম্পানিটি আলোচ্য প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৪ টাকা বা ১৩.৭২ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.২৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ০.৩৫ টাকা।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৫.৬৭ টাকা।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ