জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন, বললেন সাইফউদ্দিন
Published: 7th, July 2025 GMT
১৩ মাসের অপেক্ষা শেষ হলো মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গত বছর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন। সেই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গা হয়নি বিশ্বকাপের দলে।
এরপর সাইফউদ্দিনের ওপর দিয়ে ঝড়ই বয়ে গেছে। ‘এ’ দলে সুযোগ পেয়েও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন, কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে সুযোগ পেয়েও যেতে পারেননি ভিসা জটিলতায়। এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে ছুটি নেন দুই মাসের জন্য।
এ বছরের বিপিএলে ফিরে অবশ্য আহামরি কিছু করতে পারেননি সাইফউদ্দিন। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.
২৮ বছর বয়সী অলরাউন্ডার আজ শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন তাঁর ফেরার অনুভূতি, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে ৪২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ২১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২০৬ রান। পরিসংখ্যানই বলছে, একসময়ের সম্ভাবনা জাগানো এই পেস বোলিং অলরাউন্ডার দেশের হয়ে এখনো বড় কিছু করতে পারেননি।
এবার যখন ফিরছেন, নতুন কী অস্ত্র যোগ করেছেন বোলিং ভান্ডারে? শুরুতে এই প্রশ্নের উত্তরে ‘যদি ম্যাচে সুযোগ পাই দেখবেন’ বললেও পরে বলেছেন, ‘যেগুলো আমার আগের স্টক ছিল। সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (হোসেন) ভাই ছিলেন। ওনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করছি। দেখা যাক, কী হয়।’
সাইফউদ্দিনের কণ্ঠে এবার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার প্রত্যয়, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) দেখেন...ওর ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য বেশ কাজে লেগেছে। আপনি যদি ইংল্যান্ড দলটা দেখেন, দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দল ও দেশের জন্য তত ভালো। আমিও চেষ্টা করব ভালো করার, সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইফউদ দ ন উইক ট
এছাড়াও পড়ুন:
গোপন বিয়ের ছবি প্রকাশ করলেন সামান্থা
ফের বিয়ে করেছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার বর অন্য কেউ নেন, পরিচালক প্রেমিক রাজ নিদিমোরু। সোমবার (১ ডিসেম্বর) সকালে গোপনে বিয়ে করেন তারা। তবে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় তৈরি হয় ধোঁয়াশা। এবার সব সংশয় উড়িয়ে বিয়ের ছবি প্রকাশ করলেন এই তারকা অভিনেত্রী।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে সামান্থা তার ইনস্টাগ্রামে একগুচ্ছ বিয়ের ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়, লাল টুকটুকে শাড়িতে সেজেছেন সামান্থা। পাজামা-পাঞ্জাবির সঙ্গে কটি পরেছেন রাজ। পরিচালকের হাত ধরে হাস্যোজ্জ্বল মুখে মন্দির থেকে বের হচ্ছেন।
আরো পড়ুন:
সেই প্রেমিককে বিয়ে করলেন সামান্থা?
খাবার জোগাতেও আমার পরিবারকে লড়াই করতে হয়েছে: সামান্থা
অন্য একটি ছবিতে সামান্থার হাতে আংটি পরাতে দেখা যায় রাজকে। আরেকটি ছবিতে দেখা যায়, রাজকে জড়িয়ে ধরে আছেন সামান্থা। তার দুটো হাত মেহেদির রঙে রাঙানো। তার বাঁ হাতে বাগদানের আংটি, ডান হাতের আলাদা দুই আঙুলে সোনার আংটি শোভা পাচ্ছে। এসব ছবির ক্যাপশনে সামান্থা লেখেন—“০১.১২.২০২৫।” এ ক্যাপশনের শুরু ও শেষে দুটো হার্ট ইমোজি।
এরপর থেকে নেটিজেনদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই যুগল। অভিনেত্রী হংসিকা লেখেন, “অভিনন্দন।” অনেক তারকাই তাদের অভিবাদন জানিয়েছেন। মাত্র ১৩ মিনিটে এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৪ লাখের বেশি।
হিন্দুস্তান টাইমসকে এর আগে একটি সূত্র বলেন, “সোমবার (১ ডিসেম্বর) সকালে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও রাজ। ইশা যোগা সেন্টারের ভেতরে লিং ভৈরবী মন্দিরে আজ ভোরবেলায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।”
খানিকটা বিস্তারিত জানিয়ে সূত্রটি বলেন, “আমরা আরো জানতে পেরেছি যে, অনুষ্ঠানে মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে লাল রঙের শাড়ি পরেছিলেন সামান্থা।”
রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে গুঞ্জন চাউর হয়, সামান্থা-রাজ জুটি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। রাজের সাবেক স্ত্রী শ্যামালী দে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উক্তি পোস্ট করেন। তাতে তিনি লিখেন, “হতাশ মানুষ হতাশাজনক কাজই করে।” তার এই পোস্ট রাজ-সামান্থার বিয়ের গুঞ্জন আরো বাড়িয়ে দেয়।
নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। ২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। তবে দীর্ঘদিন একা ছিলেন সামান্থা। গত বছরের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে।
এর আগে টাইমস নাউ এক প্রতিবেদনে জানায়, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু। এ পরিচালক সামান্থাকে ওয়েব দুনিয়ায় অভিষেক ঘটিয়েছেন। সামান্থার অভিষেক ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ। এরপর ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তারা। মূলত, একসঙ্গে টানা কাজ করতে গিয়েই তাদের সম্পর্কের সূচনা।
২০১৫ সালে শ্যামলী ডির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ। ফলে খবর ছড়ায়, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। তবে রাজ-শ্যামলীর ঘনিষ্ঠজন এনডিটিভিকে বলেন, “২০২২ সালে বিবাহবিচ্ছেদ হয়েছে রাজ-শ্যামলীর।”
এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছিল, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু চলতি বছরের শেষের দিকে তারা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। তা কেবল বিয়ে করতে যাওয়ার ঘোষণা নয়, একেবারে বিয়ের খবর দিলেন সামান্থা।
ঢাকা/শান্ত