জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন, বললেন সাইফউদ্দিন
Published: 7th, July 2025 GMT
১৩ মাসের অপেক্ষা শেষ হলো মোহাম্মদ সাইফউদ্দিনের। ২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গত বছর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন। সেই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও এই পেস বোলিং অলরাউন্ডারের জায়গা হয়নি বিশ্বকাপের দলে।
এরপর সাইফউদ্দিনের ওপর দিয়ে ঝড়ই বয়ে গেছে। ‘এ’ দলে সুযোগ পেয়েও সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন, কানাডার গ্লোবাল টি–টোয়েন্টি লিগে সুযোগ পেয়েও যেতে পারেননি ভিসা জটিলতায়। এরপর মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে ছুটি নেন দুই মাসের জন্য।
এ বছরের বিপিএলে ফিরে অবশ্য আহামরি কিছু করতে পারেননি সাইফউদ্দিন। রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৮ ইনিংসে ১৫৮.
২৮ বছর বয়সী অলরাউন্ডার আজ শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন তাঁর ফেরার অনুভূতি, ‘যাত্রাটা অনেক লম্বা ছিল। ১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে। যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চট্টগ্রামে, চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩৮ টি-টোয়েন্টি খেলে ৪২ উইকেট নিয়েছেন সাইফউদ্দিন। ২১ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ২০৬ রান। পরিসংখ্যানই বলছে, একসময়ের সম্ভাবনা জাগানো এই পেস বোলিং অলরাউন্ডার দেশের হয়ে এখনো বড় কিছু করতে পারেননি।
এবার যখন ফিরছেন, নতুন কী অস্ত্র যোগ করেছেন বোলিং ভান্ডারে? শুরুতে এই প্রশ্নের উত্তরে ‘যদি ম্যাচে সুযোগ পাই দেখবেন’ বললেও পরে বলেছেন, ‘যেগুলো আমার আগের স্টক ছিল। সুইং, ইয়র্কার, লাইন-লেংথ ঠিক রাখা—এসব নিয়ে কাজ করেছি। ক্যাম্পে নাজমুল (হোসেন) ভাই ছিলেন। ওনার সঙ্গে কথা বলেছি। সব মিলিয়ে চেষ্টা করছি। দেখা যাক, কী হয়।’
সাইফউদ্দিনের কণ্ঠে এবার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ভালো করার প্রত্যয়, ‘তানজিম সাকিবের যদি গত ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে) দেখেন...ওর ছোট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য বেশ কাজে লেগেছে। আপনি যদি ইংল্যান্ড দলটা দেখেন, দুই-তিনজন পেস বোলিং অলরাউন্ডার খেলে। যত বেশি অলরাউন্ডার খেলবে, দল ও দেশের জন্য তত ভালো। আমিও চেষ্টা করব ভালো করার, সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ইফউদ দ ন উইক ট
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়ে মিরাজকে কৃতজ্ঞতা জানালেন তানভীর
তানজিম হাসান উইকেট নিয়েছিলেন শুরুতেই। তবে এরপর ৪৫ বলে ৬৯ রানের জুটিতে দারুণভাবে এগোচ্ছিল শ্রীলঙ্কা। তাদের আশা যখন বাড়ছিল, তখনই আঘাত হানেন তানভীর ইসলাম। নিশান মাদুস্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন।
এরপর ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তানভীর। শ্রীলঙ্কার বিপক্ষে এখন বাংলাদেশের সেরা বোলিংটাও তাঁর। আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকের রেকর্ড ভেঙেছেন তানভীর। ২০১৩ সালে পাল্লেকেলেতে ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক।
আরও পড়ুনরাজনীতিতে গিয়ে জীবনের সবচেয়ে বাজে কাজটা করেছিলেন জয়াসুরিয়া০৪ জুলাই ২০২৫ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তানভীর বলেছেন, ‘ভালো লাগছে, ঠিক জায়গায় বল করেছি। আগের ম্যাচের চেয়ে আজ ভালো উইকেট ছিল। অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা, যিনি ম্যাচের আগে আত্মবিশ্বাস দিয়েছেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ওই ম্যাচের পর ভীষণ চাপে ছিল দল। ৫ ম্যাচে অধিনায়কত্ব করে তখনো মেহেদী হাসান মিরাজ জয়শূন্য। আজও বাংলাদেশ করতে পেরেছিল ২৪৮, পরে যদিও ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে।
ওয়ানডেতে দ্বিতীয় ম্যাচেই ৫ উইকেট পেলেন তানভীর