বার্বাডোজের পর গ্রেনাডাতেও অস্ট্রেলিয়ার বোলিং তাণ্ডবে বিধ্বস্ত হলো ওয়েস্ট ইন্ডিজ। স্টার্ক ও লায়নের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ১৩৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অজিরা।

চতুর্থ দিনের শুরুতে ৭ উইকেটে ২২১ রান নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। মাত্র ২২ রান যোগ করতেই অলআউট হয় তারা। দিনের দ্বিতীয় বলেই প্যাট কামিন্সকে ফেরান শামার জোসেফ। পরে অ্যালেক্স ক্যারিকেও থামান তিনি ৩০ রানে। শেষ উইকেট জশ হ্যাজেলউডকে (৪) বোল্ড করেন আলজারি জোসেফ। অজিদের দ্বিতীয় ইনিংস থামে ২৪৩ রানে। শামার জোসেফ নেন সর্বোচ্চ ৪ উইকেট। আলজারি জোসেফ, জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস পান দুটি করে।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ২৭৭ রান। হাতে ছিল পাঁচ সেশন সময়ও। তবে ইনিংসের শুরুতেই ধসে পড়ে তারা। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে লাঞ্চে যায় স্বাগতিকরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শাই হোপ ও রোস্টন চেজ ৩৮ রানের জুটি গড়ে। এরপর ৩২ রানের ব্যবধানে আরও চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবিয়ানরা। শেষ তিন উইকেট নিয়ে লায়ন জয়ের আনুষ্ঠানিকতা সারেন। ওয়েস্ট ইন্ডিজ ৩৪.

৩ ওভারে অলআউট হয় মাত্র ১৪৩ রানে। সর্বোচ্চ ৩৪ রান করেন চেজ, শামার জোসেফ করেন ২৪।

অস্ট্রেলিয়ার হয়ে স্টার্ক ও লায়ন ৩টি করে উইকেট নেন, ২টি পান হ্যাজেলউড। তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৩ জুলাই, কিংস্টনে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ড জ উইক ট

এছাড়াও পড়ুন:

বায়ার্নের টানা ১৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড

জার্মান ফুটবলের পরাশক্তি বায়ার্ন মিউনিখ আবারও ছুঁয়ে দেখল ইতিহাস। চলতি ডিএফবি পোকাল তথা জার্মান কাপের ২০২৫-২৬ আসরে আরেকটি দারুণ জয় তুলে নিয়ে তারা টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার গৌরব অর্জন করেছে। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ে নিজেদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করল তারা।

ভিনসেন্ট কোম্পানির অধীনে এই মৌসুমে বায়ার্ন যেন অন্য গ্রহের এক দল। গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসনের মতো তারকাদের দলে টেনে শক্তি বাড়ায় জার্মান জায়ান্টরা। এরপর থেকেই তারা খেলছে দুরন্ত ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জয়!

আরো পড়ুন:

রোহিতের সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’, ঢুকলেন এলিট ক্লাবে

রশিদ-জাম্পাকে ছাড়িয়ে বাংলাদেশের রিশাদ

এর আগে বায়ার্ন মিউনিখ ও এসি মিলান যৌথভাবে ১৩ ম্যাচ টানা জয়ের রেকর্ডের মালিক ছিল। তবে জার্মান কাপে বুধবার দিবাগত রাতে কোলনের বিপক্ষে ৪-১ গোলের জয়ে সেই রেকর্ড ভেঙে এককভাবে শীর্ষে উঠে গেছে বাভারিয়ানরা।

সে ম্যাচে লুইস দিয়াজ শুরুতেই গোল করে এগিয়ে দেন দলকে। এরপর হ্যারি কেন ৩৮ ও ৬৪ মিনিটে জোড়া গোল করে ব্যবধান বাড়ান। আর ৭২ মিনিটে মাইকেল ওলিসে গোল করে বায়ার্নের উৎসবে যোগ দেন।

ম্যাচ শেষে বায়ার্নের ডিফেন্ডার জোনাথান তা বলেন, “আমরা সব সময় ক্ষুধার্ত, জয়ের ক্ষুধায়। কখনও সন্তুষ্ট থাকি না। আজকের জয় উপভোগ করছি। তবে কাল থেকেই পরের ম্যাচের প্রস্তুতি শুরু হবে।”

আগামী ১ নভেম্বর বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। এরপর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে ৫ নভেম্বর তাদের অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, প্যারিসে পিএসজির বিপক্ষে লড়াই। বর্তমানে দুই দলই চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। ফলে ম্যাচটি হয়ে উঠবে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের এক মহারণ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • জেমিনিতে যুক্ত হলো গুগল স্লাইডস তৈরির সুবিধা, করবেন যেভাবে
  • নড়াইলে ৩ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
  • নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
  • বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
  • সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
  • যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
  • বোনকে খুন করে লাশ বস্তায় ভরেন, পুলিশ জিজ্ঞেস করলে জানান বস্তায় গম
  • বায়ার্নের টানা ১৪ ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড