কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষায় এক পত্রের বদলে আরেক পত্রের প্রশ্ন, থানায় জিডি
Published: 10th, July 2025 GMT
কুষ্টিয়ায় যশোর বোর্ডের অধীনে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। এরপর তড়িঘড়ি করে সেই প্রশ্ন প্রত্যাহার করে নির্ধারিত প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রসচিব কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ বৃহস্পতিবার শহরের মিলপাড়া এলাকার কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর জেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
কেন্দ্রসচিব ও কুষ্টিয়া আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সালাহ উদ্দিন প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ঘটনার দায় এড়ানো যায় না। দায় থেকেই যায়।’
পরীক্ষাকেন্দ্র সূত্র জানায়, আজ মানবিক বিভাগের যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা ছিল। সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৩০ নম্বরের নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষার প্রশ্ন বিতরণ করা হয়। কেন্দ্রে কয়েকটি কলেজের মানবিক বিভাগের ১২৬ জন পরীক্ষার্থী ছিলেন। ২টি কক্ষে ৫২ জনের মধ্যে যুক্তিবিদ্যা প্রথম পত্রের গ সেটের ১২১ কোডের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরিবর্তে দ্বিতীয় পত্রের গ সেটের ১২২ কোডের প্রশ্ন বিতরণ করা হয়। শিক্ষার্থীরা প্রশ্ন দেখার পর বিষয়টি শিক্ষকদের জানান। এ সময় শিক্ষকেরা দ্রুত প্রশ্নগুলো ফেরত নিয়ে নেন। বিষয়টি কেন্দ্রসচিব জানার পর যুক্তিবিদ্যা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন বিতরণ করেন এবং যথাসময়ে পরীক্ষা শেষ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, ঘটনাটি জেলা প্রশাসনকে জানালে একজন ম্যাজিস্ট্রেট কেন্দ্রে আসেন। পরে বিতরণ করা কক্ষের ভেতরে পড়ে থাকা যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের একটি নৈর্ব্যক্তিক প্রশ্ন উদ্ধার করা হয়। ওই প্রশ্নের কোনো ছবি বা কপি বাইরে চলে গেছে কি না, নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তিনি বলেন, ভুল প্রশ্নপত্রের প্যাকেট খুলে কেন্দ্রের প্রতিটি কক্ষে পাঠানো হয়েছিল। পরে বিষয়টি বুঝতে পেরে আবার সঠিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
আরেক শিক্ষক বলেন, ট্রেজারিতে প্রশ্নের প্যাকেট করার সময় মহাবিদ্যালয়ের যেসব শিক্ষক দায়িত্বে ছিলেন, তাঁদের অবহেলার কারণে ভুল প্যাকেট তৈরি করা হয়েছিল। এ ছাড়া বিষয় কোড অনুযায়ী প্রশ্নপত্র এনে অধ্যক্ষের সামনে কোড মিলিয়ে প্রশ্নপত্র খোলার নিয়ম। কিন্তু তা না করে প্যাকেট খুলে প্রশ্নপত্র সরাসরি কক্ষে কক্ষে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, বিতরণ করা নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রের বিষয় কোডের সঙ্গে তাঁদের আজকের বিষয় কোড না মেলায় কক্ষে থাকা শিক্ষকদের জানানো হয়। পরে দ্রুত প্রশ্নগুলো তুলে নেওয়া হয়। কিছুটা দেরিতে পরীক্ষা নেওয়া হয়। এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল।
কেন্দ্রসচিব সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একটা ঘটনা ঘটে গেছে। এটা ট্রেজারিতে প্রশ্ন প্যাকেটবন্দী করার সময় ভুলবশত হয়েছিল। প্যাকেট খোলার সময় হয়তো কেউ খেয়াল করেননি। এর দায় কেন্দ্রসচিব হিসেবে এড়াতে পারি না। দায় থেকেই যায়।’
জেলা প্রশাসক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ন দ রসচ ব ব তরণ কর হয় ছ ল পর ক ষ এ ঘটন প রথম
এছাড়াও পড়ুন:
এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী, দেখুন বোর্ডভিত্তিক তালিকা
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এক অফিস আদেশে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে এ আদেশ। আদেশে বলা হয়েছে, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।
আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা আবেদন শেষে ১৪ দিনের মাথায়২২ নভেম্বর ২০২৫বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা-ঢাকা বোর্ডে ৪৬৫,
ময়মনসিংহ বোর্ডে ৫০,
রাজশাহী বোর্ডে ১৭৯,
কুমিল্লা বোর্ডে ৪৯,
সিলেট বোর্ডে ২৮,
বরিশাল বোর্ডে ৩০,
যশোর বোর্ডে ১০৬,
চট্টগ্রাম বোর্ডে ১০৮ ও
দিনাজপুর বোর্ডে ১১০ জন।
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের ১১ ধাপে আবেদন, নেগেটিভ নম্বরসহ দেখে নিন বিস্তারিত২২ নভেম্বর ২০২৫সাধারণ বৃত্তির সংখ্যা-ঢাকা বোর্ডে ৩ হাজার ৩২,
ময়মনসিংহ বোর্ডে ৫৫৬,
রাজশাহী বোর্ডে ১ হাজার ২৫৫,
কুমিল্লা বোর্ডে ৭৪০,
সিলেট বোর্ডে ৫৬১,
বরিশাল বোর্ডে ৬০০,
যশোর বোর্ডে ৮৪০,
চট্টগ্রাম বোর্ডে ৮৩৯ ও
দিনাজপুর বোর্ডে ৯৫২ জন।
আরও পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ২২ নভেম্বর ২০২৫বৃত্তি পেতে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হলো-বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটিয়ের মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।
আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে এবং শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইলে ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ১০০০২৩ নভেম্বর ২০২৫