ক্রিম, সিগারেট ও মোবাইলভর্তি ব্যাগ নিয়ে ধরা আবুধাবিফেরত ৩ যাত্রী
Published: 10th, July 2025 GMT
আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কসমেটিকস, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনীর সমন্বিত টিম।
বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯০৬১ থেকে নামার পর ওই তিন যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টাস্কফোর্স সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে।
তল্লাশিতে তিনটি ব্যাগ থেকে পাওয়া যায় ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ।
আটক যাত্রীরা হলেন ফেনীর সদর উপজেলার মো.
কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের দাম ২ লাখ ৮০ হাজার, নিষিদ্ধ কসমেটিকসের দাম ৭ লাখ ৫০ হাজার, মোবাইলের দাম ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, চোরাচালান, রাজস্ব ফাঁকি ও হয়রানি রোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। এই তিনজন যাত্রী প্রথমবারের মতো এমন অপরাধে জড়িত হওয়ায় তাদের কাছ থেকে মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ঢাকা/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ক্রিম, সিগারেট ও মোবাইলভর্তি ব্যাগ নিয়ে ধরা আবুধাবিফেরত ৩ যাত্রী
আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ কসমেটিকস, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করেছে এনএসআই, কাস্টমস, এভসেক ও বিমানবাহিনীর সমন্বিত টিম।
বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর জি-৯০৬১ থেকে নামার পর ওই তিন যাত্রী গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টাস্কফোর্স সদস্যরা তাদের ব্যাগ তল্লাশি করে।
তল্লাশিতে তিনটি ব্যাগ থেকে পাওয়া যায় ২ হাজার ৫০০ পিস আমদানি নিষিদ্ধ ক্রিম, ১০০ কার্টন বিদেশি ব্র্যান্ডের সিগারেট, ৭টি মোবাইল ফোন এবং ১টি ল্যাপটপ।
আটক যাত্রীরা হলেন ফেনীর সদর উপজেলার মো. রিপন ছাগলনাইয়া উপজেলার মো. মজিবুর রহমান ও মো. তাজুল ইসলাম।
কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক রাজস্ব মূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে সিগারেটের দাম ২ লাখ ৮০ হাজার, নিষিদ্ধ কসমেটিকসের দাম ৭ লাখ ৫০ হাজার, মোবাইলের দাম ৪ লাখ ২০ হাজার এবং ল্যাপটপের মূল্য ধরা হয়েছে ৬৫ হাজার টাকা।
এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, চোরাচালান, রাজস্ব ফাঁকি ও হয়রানি রোধে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সতর্ক। এই তিনজন যাত্রী প্রথমবারের মতো এমন অপরাধে জড়িত হওয়ায় তাদের কাছ থেকে মালামাল জব্দ করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ঢাকা/এসবি