বাগেরহাটে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩
Published: 8th, August 2025 GMT
বাগেরহাটের চিতলমারীতে একটি জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া ৩০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার আড়ুয়াবরনী গ্রামের এমাদুল খানের বাড়ি থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘‘গত ৪ আগস্ট রাতে উপজেলার সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। দোকানের সিন্ধুক কেটে ৩০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় দোকান মালিক তাপস মন্ডল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।’’
আরো পড়ুন:
শিবচরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
চবি শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা, প্রধান ফটকে তালা
তিনি আরো বলেন, ‘‘তদন্তে নেমে পুলিশ একই বাজারের চা দোকানি এমাদুল খানকে আটক করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, স্বর্ণ ব্যবসায়ী সজল বসু ও লোহা ব্যবসায়ী শুভ্র বসুকে আটক এবং চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এই তিনজনকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’’
ঢাকা/শহিদুল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নারী ক্রিকেটে দল নির্বাচন নিয়ে অনিয়ম, এনএসসির চিঠির জবাব দিল বিসিবি
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়ম নিয়ে ক্রিকেটার রিয়া আক্তার যে অভিযোগ করেছেন, প্রাপ্ত নথি-পত্রের পর্যালোচনা করে তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) পাঠানো চিঠিতে বিসিবি লিখেছে, দল নির্বাচনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।
আজ বিসিবির এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের নির্বাচনপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনএসসিকে চিঠি দেন রিয়া আক্তার। এরপর ১৭ সেপ্টেম্বর নির্বাচনপ্রক্রিয়া ও ও নারী ক্রিকেট-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিসিবির ব্যাখ্যা জানতে চায় এনএসসি।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এনএসসি থেকে চিঠি পেলেও প্রায় দুই মাস পর জবাব দেওয়ার কারণ উল্লেখ করে সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, চিঠিটি এমন সময়ে এসেছিল যখন বিসিবির অধিকাংশ বিভাগ পরিচালনা-পর্ষদ নির্বাচনের কাজে ‘ব্যস্ত ছিল’ এবং কার্যক্রম দৈনন্দিন কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল