রাজশাহীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, ট্রাকে আগুন
Published: 15th, November 2025 GMT
রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন। আজ শনিবার বিকেলে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী–নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেন।
নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি নগরের মাসকাটাদীঘি এলাকার বাসিন্দা। আহত রোহান ইসলামও (২২) একই এলাকার বাসিন্দা। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টারে অনলাইনে কাজ করতেন নাইম। নাইম ও রোহান মোটরসাইকেলে মাসকাটাদীঘি এলাকা থেকে নগরের বিমান চত্বর এলাকার ওই আইটি সেন্টারে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে মোটরসাইকেলটি চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে নগরের বিনোদপুরের দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়েন। এরপর ওই ট্রাকের নিচেই চাপা পড়েন নাইম এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং আহত রোহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নগর র
এছাড়াও পড়ুন:
বনানীতে সেভয়ের ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
প্রিমিয়াম আইসক্রিম অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে রাজধানীর বনানীতে প্রথমবারের মতো চালু হলো সেভয় গ্যালারির নতুন আউটলেট।
শুক্রবার (১৪ নভেম্বর) বনানীর রোড–৭ বি, প্লট–৫০-এ সেভয় আইসক্রিমের প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করা হয়।
বনানীর এই নতুন আউটলেটের মনোমুগ্ধকর নান্দনিক ছোঁয়া আর আরামদায়ক পরিবেশ, যেখানে পরিবার ও বন্ধুরা একসঙ্গে বসে উপভোগ করতে পারবে প্রিমিয়াম আইসক্রিমের আসল অভিজাত স্বাদ।
বর্তমানে ঢাকার ধানমন্ডি, তেজগাঁও, শেফ’স টেবিল গুলশান–১, মেরুল বাড্ডা এবং শেফ’স টেবিল সিলেটে ব্র্যান্ডটির শাখা রয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরে বিভিন্ন শহরে শাখা খোলার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির।