কক্সবাজারের রামুতে বজ্রপাতে সিরাজুল হক (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের খালেকুজ্জামান সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হক গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়া গ্রামের হাফেজ আহমদের ছেলে।

সিরাজুলের স্বজনরা জানিয়েছেন, বিকেলে ধানক্ষেতে কাজ করছিলেন সিরাজুল। বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

তৈয়বুর রহমান বলেছেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/তারেকুর/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচন পর্যবেক্ষক হতে তিন শতাধিক দেশি সংস্থার আবেদন

নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করেছে তিন শতাধিক দেশি সংস্থা। গত রোববার ছিল দেশি পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের শেষ দিন। নির্ধারিত সময়ে কত আবেদন জমা পড়েছে, তা আজ মঙ্গলবার প্রকাশ করেছে ইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক জানান, নির্বাচন কমিশনে নির্বাচন পর্যবেক্ষক (দেশি) সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে ৩১৮টি আবেদন পাওয়া গেছে। নির্ধারিত সময়ের পর আবেদন পাওয়া গেছে ১৩টি।

দেশি কোনো সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে ইসিতে নিবন্ধিত হতে হয়। গত ১৮ জুলাই আগের নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সব কটির নিবন্ধন বাতিল করার কথা জানায় ইসি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি নতুন করে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেয়। গত ২৭ জুলাই নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে ইসি।

সম্পর্কিত নিবন্ধ