আবাহনী ০: ২ মুরাস
এএফসি চ্যালেঞ্জ লিগের এক ম্যাচের চ্যালেঞ্জই জিততে পারল না আবাহনী লিমিটেড। আজ জাতীয় স্টেডিয়ামে প্লে-অফ রাউন্ডে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আকাশি–নীলরা।
ম্যাচের পর মুরাসের জয়ের নায়ক আতায় ঝুমাশেভের উচ্ছ্বাস, ‘প্রথমার্ধে আমরা সেভাবে খেলতে পারিনি, তবে দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পাই। দ্রুত গোলও পেয়ে যাই। সব মিলিয়ে বেশ উপভোগ্য ম্যাচ ছিল।’ অন্যদিকে হারের কারণ হিসেবে আবাহনী কোচ মারুফুল হক বলেছেন দুই দলের শক্তিমত্তার পার্থক্যের কথা, ‘মুরাসকে অভিনন্দন, যোগ্য দল হিসেবেই তারা জিতেছে। আমাদের প্রথমার্ধটা ভালোই ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই চেষ্টাটা আমি দেখিনি। দলের গভীরতা তেমন ছিল না। কামরুলকে আগেই পরিবর্তন করার দরকার ছিল, কিন্তু পারিনি।’
এর আগে পাঁচবার চ্যালেঞ্জ লিগে খেলেছে আবাহনী। কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। আজ তো প্রথমার্ধেই একের পর এক সুযোগ নষ্ট হয়েছে। প্রথম ২০ মিনিট আক্রমণ ঠেকিয়ে পার করার পর বাকি সময় কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কোনো আক্রমণই সাফল্যের মুখ দেখেনি। কোনোটি মাঝমাঠ থেকেই ভেস্তে গেছে, কোনোটি মুরাসের রক্ষণে আটকে পড়েছে।
প্রথম গোলের পর মুরাসের খেলোয়াড়দের উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রথম
এছাড়াও পড়ুন:
অ্যালবামের নাম ‘প্রাণ-ত’, এনজেল বললেন...
প্রথম মৌলিক গান গেয়েই তারকাখ্যাতি পান এনজেল নূর। ‘যদি আবার’ শিরোনামের গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানেই নিজের জীবনকে গল্প বলার ঢঙে সামনে এনেছেন তিনি। এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। তাঁর প্রথম অ্যালবামের নাম হবে ‘প্রাণ-ত’।
অ্যালবামের এই ব্যতিক্রমী নামকরণ বিষয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণের কাছের, ফলে অ্যালবামের নাম ‘প্রাণ-ত’। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’
এনজেল নূর