ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ দশমিক ১৫ গ্রাম।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার পলিয়ানপুর সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো জব্দ হয়।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির টহল দল সীমান্তের মেইন পিলার ৬০/১২-আর থেকে দুই কিলোমিটার ভেতরে এক ব্যক্তিকে ভারতে যাওয়ার সময় চ্যালেঞ্জ করে। ওই ব্যক্তি তার হাতে থাকা পলিথিনে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যান। পরে পোটলা খুলে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

আরো পড়ুন:

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৭৭ টাকা। স্বর্ণগুলো মহেশপুর থানায় সাধারণ ডায়েরি ও জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সরকারি জেলা কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জব দ স বর ণ র

এছাড়াও পড়ুন:

লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি)-এর একটি টহল দল বুড়িমারী সীমান্ত এলাকার মাছিরবাড়ি নামক স্থান থেকে তাদের আটক করে। 

আটক পুরুষর হলেন- মো. মোশাররফ হোসেন (৫০), তার তিন ছেলে মো. রাব্বি হোসেন (২৬), মো. নাহিদ হাসান (২৪) ও মো. সজীব আলী (১৬)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামে।

আরো পড়ুন:

ঝিনাইদহ সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

বিজিবি সূত্র জানায়, আটককৃত ব্যক্তিরা প্রায় ১০ বছর আগে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তারা দেশটির গুজরাট রাজ্যের শচীন এলাকায় হকারি করতেন। ৯৮ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিলে বিজিবি তাদের আটক করে।

পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত ৯ জন বর্তমানে ৬১ বিজিবির হেফাজতে আছেন। আজ বিকেলে তাদের পাটগ্রাম থানায় সোপর্দ করবে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/সিপন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • লালমনিরহাট সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে ঠেলে দিল বিএসএফ
  • আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে ধরে নেওয়ার সাত ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
  • ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • সীমান্ত হত্যা, পুশ ইন, চোরাচালান ও সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হবে
  • ঢাকার পিলখানায় শুরু হ‌চ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন