প্রসেনজিতের কথা শুনে কাঁদলেন চঞ্চল
Published: 15th, August 2025 GMT
বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরীকে পছন্দ করেন পশ্চিমবঙ্গের তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এর আগেও নানা সময়ে চঞ্চলের প্রশংসা করেছেন, চঞ্চল কলকাতায় গিয়ে প্রসেনজিতের বাড়িতে গিয়ে দেখাও করেছিলেন। এবার এক ভিডিও বার্তায় চঞ্চলকে প্রশংসায় ভাসালেন প্রসেনজিৎ, যা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন চঞ্চল।
মাছরাঙা টেলিভিশনের ‘স্টার নাইট’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চঞ্চল চৌধুরী। সেখানেই পর্দায় চঞ্চলকে দেখানো হয় প্রসেনজিতের ভিডিও বার্তা। যেখানে তিনি বলেন, ‘আজ যে মানুষটিকে নিয়ে কথা বলব, সে আমার মনের মানুষ। ওর অভিনয় নিয়ে মন্তব্য করার যোগ্যতা হয়তো আমার নেই, কিন্তু “মনপুরা” ছবিতে ওর কাজ আমাকে মুগ্ধ করেছিল। পরে শুনলাম আমরা একসঙ্গে “মনের মানুষ” করব—খুশিতে উচ্ছ্বসিত হয়েছিলাম।’
আরও পড়ুন‘পদাতিক’–এ চঞ্চল চৌধুরী তাঁর যথার্থতা প্রমাণ করেছেন ১৮ আগস্ট ২০২৪অভিনেতা আরও বলেন, ‘“পদাতিক” দেখে আমি আপ্লুত হয়েছিলাম। মৃণাল সেনের চরিত্রে এমন অভিনয় সহজ নয়। ও যদি আমার থেকে ছোট না হতো, হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করতাম।’ প্রসেনজিতের মুখে এই কথা শুনে আবেগ সামলাতে পারেননি চঞ্চল। তাঁরও তখন চোখ ঝাপসা।
‘পদাতিক’–এ চঞ্চল চৌধুরী। ছবি : নির্মাতার ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইভানের জন্মদিনে নেইমারের বাড়িতে অ্যাশেজের গান...
অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন আজ। সংগীতের বিভিন্ন পেজ থেকে গ্রুপ ও অ্যাশেজের ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন এ সংগীতশিল্পীকে। জন্মদিনে অবাক করা এক উপহার পেলেন ইভান। এদিন বড় পর্দায় তাঁর গান বেজেছে জনপ্রিয় ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বাংলোবাড়িতে!
জুনায়েদ ইভান