৯ বছর পর উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন কাউন্সিলররা। সভাপতি হয়েছেন শিল্পপতি শরীফুল আলম ও সাধারণ সম্পাদক হয়েছেন মাজহারুল ইসলাম।

গতকাল শনিবার দুপুরে শহরের পুরোনো স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে দিবাগত রাত ৩টার কিছু পর ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোটে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সহসভাপতি রুহুল হোসাইন ‘ছাতা’ প্রতীকে পান ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ‘রিকশা’ প্রতীকে মাজহারুল ইসলাম পান ১ হাজার ১৫৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল ‘বল’ প্রতীকে পান ৬১১ ভোট। অন্য দুই প্রার্থী শফিকুল আলম রাজন (মাছ প্রতীক) পান ৩০ ভোট ও আইনজীবী সাজ্জাদুল হক (গোলাপফুল প্রতীক) পান ৭ ভোট। মোট ২ হাজার ৯০ কাউন্সিলরের মধ্যে ভোট দেন ১ হাজার ৮৪০ জন।

২০১৬ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন হলেও কমিটি সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায়নি। পরে কেন্দ্র থেকে শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই তিন বছরের কমিটি দিয়ে ৯ বছর পার হয়।

সম্মেলন ঘিরে গতকাল সকাল থেকেই শহরে উৎসবের আমেজ ছিল। ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন উপজেলা থেকে নেতা–কর্মীরা সম্মেলনে যোগ দেন। স্টেশন রোডে সকাল থেকে রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ভোট গণনার সময় রাত সাড়ে ৯টার দিকে সাধারণ সম্পাদক প্রার্থী খালেদ সাইফুল্লাহ সোহেল তিনটি ব্যালট বাক্স সরানোর অভিযোগ তুললেও পরে তিনি ফল মেনে নেওয়ার ঘোষণা দেন।

নির্বাচিত হওয়ার পর সভাপতি শরীফুল আলম বলেন, ‘কাউন্সিলররা আমার প্রতি আস্থা রেখেছেন। আমি কৃতজ্ঞ।’ সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দলের নেতা–কর্মীদের সহযোগিতা চেয়েছেন দায়িত্ব পালনে।

নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী মো.

মিজানুর রহমান, আমিনুল ইসলাম ও মো. শরীফুল ইসলামসহ সাতজন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র ক উন স

এছাড়াও পড়ুন:

স্ত্রী জন্মগতভাবে পুরুষ ছিলেন না প্রমাণে আদালতে প্রমাণ হাজির করবেন ফরাসি প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিট জন্মগতভাবে পুরুষ ছিলেন না তার পক্ষে মার্কিন আদালতে বৈজ্ঞানিক প্রমাণ উপস্থাপনের পরিকল্পনা করছেন ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি। একটি মানহানির মামলায় তাদের প্রতিনিধিত্বকারী আইনজীবী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ম্যাক্রোঁ ও ব্রিজিট দম্পতি জুলাই মাসে ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ওয়েন্স তার মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইল বাড়াতে, আরো দর্শক পেতে এবং অর্থ উপার্জনের জন্য ম্যাক্রোঁ ও ব্রিজিটের বিরুদ্ধে ক্রমাগত মানহানিকর আক্রমণ চালিয়ে যাচ্ছে।

ওয়েন্স গত বছর জানিয়েছিলেন, তিনি ‘(তার)’ পুরো পেশাদার খ্যাতির ঝুঁকি নিয়ে বলছেন, ‘ব্রিজিট ম্যাক্রোঁ আসলে একজন পুরুষ’ যার নাম জিন-মিশেল ট্রোগনেক্স। এরপর থেকে ওয়েন্স আটটি পর্বের পডকাস্ট সিরিজে এই দাবির পক্ষে নানা ধরনের কথা বলেছেন।

ম্যাক্রোঁদের আইনজীবী ক্লেয়ার লক বিবিসিকে জানিয়েছেন, ব্রিজিট ম্যাক্রোঁ দাবিগুলোকে ‘অবিশ্বাস্যভাবে বিরক্তিকর’ বলে মনে করেছেন এবং এগুলো ফরাসি প্রেসিডেন্টের জন্য ‘বিব্রতকর।’

ক্লেয়ার বলেছেন, “বিশেষজ্ঞদের সাক্ষ্য জৈব বৈজ্ঞানিক প্রকৃতির হবে।” 

তবে তিনি সাক্ষ্যের প্রকৃতি প্রকাশ করেননি। ক্লেয়ার জানিয়েছেন, ম্যাক্রোঁ দম্পতি ‘সাধারণভাবে এবং সুনির্দিষ্টভাবে সম্পূর্ণরূপে প্রমাণ করতে প্রস্তুত যে দাবিগুলো অসত্য।

তিনি বলেন, “এটি এমন একটি প্রক্রিয়া যার জন্য তার নিজেকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কিন্তু প্রচারকৃত বিষয়টি ভুল তা প্রমাণ করার জন্য যা করা দরকার তা করার জন্য তিনি দৃঢ়ভাবে দৃঢ়প্রতিজ্ঞ।”

অন্যান্য সাক্ষ্য-প্রমাণের মধ্যে ব্রিজিটের গর্ভবতীর সময়কালের এবং তার সন্তানদের লালন-পালনের ছবি উপস্থাপন করা হবে বলে জানান এই আইনজীবী।

ম্যাক্রোঁদের মামলায় বলা হয়েছে,ট্রোগনেক্স হলেন ব্রিজিটের বড় ভাই এবং তিনি উত্তর ফ্রান্সের আমিয়েন্সে থাকেন। সেখানে তিনি ব্রিজিট এবং আরো চার ভাইবোনের সাথে বেড়ে ওঠেন। ৭২ বছর বয়সী ব্রিজিট ম্যাক্রোঁ তার স্বামীর চেয়ে ২৪ বছরের বড়। তার সাবেক স্বামীর সংসারে তিনটি সন্তান রয়েছে, যাদের জন্ম ১৯৭৫, ১৯৭৭ ও ১৯৮৪ সালে এবং সাতটি নাতি-নাতনি রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে পড়েছিল চিরকুট
  • ঝালকাঠিতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট
  • ছেলেকে ছাড়াতে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও দেন শাহরুখ
  • ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রী ব্রিজিত ‘নারী’ কি না, কেন এত বিতর্ক ও আইনি লড়াই
  • সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদক পদে জামায়াত–সমর্থিত প্রার্থী নির্বাচিত
  • স্ত্রী জন্মগতভাবে পুরুষ ছিলেন না প্রমাণে আদালতে প্রমাণ হাজির করবেন ফরাসি প্রেসিডেন্ট
  • মানবতাবিরোধী অপরাধ মামলা: নাহিদের জবানবন্দি পেশ