প্রায় প্রতিবছরই ব্যালন ডি’অর ঘোষণার আগে এমনটা হয়। এক বা একাধিক ভুয়া তালিকা ছড়িয়ে পড়ে জয়ীদের নামসহ। পুরস্কার ঘোষণার আগেই সেসব তালিকা ঘিরে শুরু হয় হইচই। এবারও তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটা তালিকা ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—ফেবারিট উসমান দেম্বেলেকে পেছনে ফেলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছেন লামিনে ইয়ামাল।

সেই তালিকা অনুযায়ী, ৮০৫ পয়েন্ট পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন ইয়ামাল। মাত্র পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দেম্বেলে, যিনি পিএসজির হয়ে জিতেছেন ট্রেবল। আর ৬৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন তাঁর সতীর্থ ভিতিনিয়া।

শীর্ষ দশে বাকি নামগুলোও যথাক্রমে রাফিনিয়া (বার্সেলোনা), মোহাম্মদ সালাহ (লিভারপুল), নুনো মেন্দেস (পিএসজি), পেদ্রি (বার্সেলোনা), দিজেরে দুয়ে (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) এবং লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান)।

আরও পড়ুনদেম্বেলেই তাহলে আজ ব্যালন ডি’অর পাচ্ছেন১২ ঘণ্টা আগে

তবে আয়োজক ‘ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন’ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই তালিকা ভুয়া। ম্যাগাজিনের প্রধান সম্পাদক ভিনসেন্ট গার্সিয়া এক বিবৃতিতে বলেছেন, ‘কেউই আগে থেকে বিজয়ীর নাম জানেন না। পুরস্কার বিতরণের আগে কাউকে সেটা জানানো হয় না। গত বছর থেকে এ নিয়ম চালু হয়েছে।’

প্রকাশিত হয়ে পড়া সেই তালিকা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন শোরুম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীতে নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। আজ সোমবার মহানগরের রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলসে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শোরুমটির স্বত্বাধিকারী মো. সোহেল রানাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

শোরুমটিতে প্রদর্শিত হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ। আকর্ষণীয় ফার্নিচার ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে সাজানো হয়েছে শোরুমটি, যা গ্রাহকদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।

পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জনকারী আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশনে’র প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের টাইলস ব্র্যান্ডটির সারা দেশে ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ